রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র পদে নবনির্বাচিত মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন বলেছেন,শিল্পায়নের মাধ্যমে রাজশাহীতে কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
তিনি বলেন, আমি আমার নির্বাচনী প্রতিশ্রুতিগুলো পযায়ক্রমে বাস্তবায়ন করব। রাজশাহী সিটি করপোরেশন এলাকা সম্প্রসারণ করা হবে। আগামী ছয় মাসের মধ্যে রাজশাহী ও কলকাতা সরাসরি ট্রেন ও বাস সার্ভিস চালু করা সম্ভব হবে ইনশাআল্লাহ।
রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র পদে তৃতীয় বার বিপুল বিজয়ের ধারাবহিকতায় বিপুল সংবর্ধনায় সিক্ত হচ্ছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এ এইচ এম খাইরুজ্জামান লিটন।
বৃহস্পতিবার (২২ জুন) বেলা সোয়া ১১টার দিকে নগরীর কুমারপাড়া মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামানসহ চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে নবনির্বাচিত মেয়র এসব কথা বলেন।
তিনি বলেন, নারীরা ও নতুন ভোটাররা আমার আস্থা রেখেছেন। জয়ের ব্যাপারে তারাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
এসময় পরিবারের সদস্য, রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, রাজশাহী সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলর ও কর্মকর্তাসহ বিপুল সংখ্যক শহরবাসী উপস্থিত ছিলেন।
বুধবার (২১ জুন) অনুষ্ঠিত রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে মেয়র পদে বিপুল ভোটের ব্যবধানে পুনঃনির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, দলটির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মেয়র, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার ছেলে এএইচএম খায়রুজ্জামান লিটন।
বাংলাদেশ সময়: ১৭:৩৫:৪৮ ১২৩ বার পঠিত