লেবাননের বিপক্ষের হার ভুলে মালদ্বীপে নজর বাংলাদেশের

প্রথম পাতা » খেলাধুলা » লেবাননের বিপক্ষের হার ভুলে মালদ্বীপে নজর বাংলাদেশের
শনিবার, ২৪ জুন ২০২৩



লেবাননের বিপক্ষের হার ভুলে মালদ্বীপে নজর বাংলাদেশের

লেবাননের বিপক্ষে হারায় সাফের চলতি আসরে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার মিশনে কিছুটা বেগ পেতে হচ্ছে বাংলাদেশকে। অস্তিত্ব টিকিয়ে রাখার মিশনে রোববার লাল-সবুজের প্রতিনিধিরা মাঠে নামবে মালদ্বীপের বিপক্ষে।

প্রথম ম্যাচে জয় পেলে হয়তো জাতীয় দলের দৃশ্যপটটা কিছুটা ভিন্ন থাকতো। হারকে সঙ্গী করে মাঠ ছাড়ায় দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে ম্যাচের পরদিন থেকেই অনুশীলনে নেমে গেছে জামাল ভূঁইয়ার দল। হারের ক্ষত ভুলে মালদ্বীপের বিপক্ষের ম্যাচে জয় বাগিয়ে নিতে বদ্ধপরিকর টিম টাইগার্স।

অনুশীলন শেষে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এমনটাই জানান টাইগার দলপতি জামাল ভূঁইয়া।

জামাল বলেন, ‘লেবানন ম্যাচে আমরা ভালো করেছি; কিন্তু যেটা হয় সেই ইতিহাস আবারও ফিরে এসেছে। এখন যে অবস্থা আছে, তা ভুলে যেতে হবে। ফোকাস হলো মালদ্বীপ ম্যাচ।’

তিনি আরও বলেন, ‘শেষ ম্যাচের অভিজ্ঞতা বলে, আমরা আগের দিনের চেয়ে ভালো দল ছিলাম। লেবাননের বিপক্ষে ম্যাচ থেকে আমরা সেই বিষয়টা গ্রহণ করেছি। মালদ্বীপের বিপক্ষে এটা আমাদের আরও বেশি সুযোগ দিবে এবং জয়ের কাছাকাছি নেবে।’

লেবাননের বিপক্ষে ম্যাচে ফাহিম ও তারিক কাজীর ভুল নিয়েই ফুটবলপাড়ায় চলছে আলোচনা। তবে এসব গায়ে মাখাচ্ছেন না জামাল। একইসঙ্গে দুজনের ঢাল হয়ে দাঁড়িয়ে পড়লেন তিনি রীতিমতো।

দলপতির ভাষ্য, ‘তারিকের সঙ্গে আমার কথা হয়েছে। আমি তাকে বলেছি, ম্যাচে এমনটা হতে পারে। এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। আর যে কেউ গোল দিতে পারে। শুধু যে স্ট্রাইকার গোল করবে, তা কিন্তু নয়। এখানে শুধু স্ট্রাইকারকে দোষারোপ করা ঠিক হবে না। আমরা একসঙ্গে জিতব এবং একসঙ্গে হারব।’

এমনকি ডিফেন্ডার সোহেল রানার হয়েও ব্যাট চালান তিনি, ‘কারও ওপর দোষা চাপাচ্ছি না। মনোযোগ দিচ্ছি, কীভাবে এর থেকে বের হয়ে মালদ্বীপের বিপক্ষে ভালো ফল করতে পারি।’

র‍্যাঙ্কিংয়ের ১৫৪ নম্বর দেশে মালদ্বীপের বিপক্ষে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। এই ম্যাচে হারলে সাফের চলতি আসর থেকে বিদায় নিতে হবে হ্যাভিয়ার ক্যাবরেরা শিষ্যদের। জিতে গেলে টিকে রইবে সেমিতে খেলার আশা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভূটানকে হারালেই মিলবে সেমির টিকিট।

বাংলাদেশ সময়: ১৫:২০:৪৬   ১২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সাফজয়ী ঋতুপর্ণা-মণিকা ও রুপনা চাকমাকে রাঙ্গামাটিতে সংবর্ধনা
সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা
অজি পেসারদের তোপে ১৫০ রানে অলআউট ভারত
ফেডারেশন কাপের একই গ্রুপে আবাহনী ও মোহামেডান
ভেনেজুয়েলার পর উরুগুয়ের বিপক্ষেও ড্র ব্রাজিলের
পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা
২১০তম ম্যাচের পর ‘প্রথম’ জয় র‌্যাংকিংয়ের ২১০তম দলের
উরুগুয়ে ম্যাচের একদিন আগেই একাদশ প্রকাশ ব্রাজিলের
ক্যারিবিয়ানে বাংলাদেশকেও তুলে ধরতে চায় রংপুর রাইডার্স
৪৩৯ রানের টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারালো উইন্ডিজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ