জয়পুরহাটে কচুর জাত বিস্তার শীর্ষক মাঠ দিবস

প্রথম পাতা » ছবি গ্যালারী » জয়পুরহাটে কচুর জাত বিস্তার শীর্ষক মাঠ দিবস
শনিবার, ২৪ জুন ২০২৩



জয়পুরহাটে কচুর জাত বিস্তার শীর্ষক মাঠ দিবস

জেলার পাঁচবিবি উপজেলার পাটাবুকা গ্রামে আজ সকাল ১০টায় কচু ফসলের জাত বিস্তার শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
কৃষকদের উদ্বুদ্ধ করতে বারি উদ্ভাবিত কচু ফসলের জাত বিস্তার শীর্ষক মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস। বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের (বিএআরআই) মহাপরিচালক কৃষিবিদ ড. দেবাশীষ সরকার মাঠ দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।কচু ফসলের জাত বিস্তার শীর্ষক মাঠ দিবসের অনুষ্ঠানে কচু ফসলের পুল সমৃদ্ধ, গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও উন্নত জাত বিস্তার নিয়ে উপস্থাপন করেন কন্দাল ফসল গবেষণা কেন্দ্র গাজীপুরের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও কচু ফসলের জিন পুল সমৃদ্ধ, গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও উন্নত জাত বিস্তারের মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ কমসূচির পরিচালক কৃষিবিদ ড. মো: ছামছুল আলম। বারি উদ্ভাবিত কচু ফসলের উন্নত জাত বিস্তারের মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব উল্লেখ করে অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান কৃষি বান্ধব সরকার কৃষির উন্নয়নে গবেষণায় সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন। যার ফলে বাংলাদেশ এখন কৃষি ক্ষেত্রে সয়ংসম্পুর্নতা অর্জন করতে সক্ষম হয়েছে। অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের (বিএআরআই) মহাপরিচালক কৃষিবিদ ড. দেবাশীষ সরকার বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য বর্তমান কৃষি বান্ধব সরকারের দিক নির্দেশনায় বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট নতুন নতুন উন্নত জাত উদ্ভাবন করছে। কন্দাল ফসল গবেষণা কেন্দ্র গাজীপুরের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ টি এম তানজিমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. সোহেলা আক্তার, কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের পরিকল্পনা ও মূল্যায়ণ উইং ড. দিলোয়ার আহমেদ চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, পাঁচবিবি উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, পাঁচবিবি পৌরসভার মেয়র হাবিবুব রহমান হাবিব, মুক্তিযুদ্ধের সংগঠক ও গবেষক আমিনুল হক বাবুল, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর রেজাউল করিম। কৃষকদের মধ্যে থেকে বারি-২ জাতের লতি কচু চাষ করে সফলতা শেয়ার করে বক্তব্য রাখেন আজিজার রহমান, মেহেদী হাসান, আফজাল হোসেন ও বিল্লাল হোসেন । জয়পুরহাটের লতিরাজ কচু এখন দেশের গন্ডি পেরিয়ে বিশ্বের ১২টি দেশে রফতানী হচ্ছে। জেলা ব্র্যান্ডিং হিসেবেও স্থান পেয়েছে জয়পুরহাটের উন্নত জাতের লতিরাজ কচু।

বাংলাদেশ সময়: ১৫:২৯:০০   ১৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দুর্দান্ত হামজা, তিন ম্যাচ পর জয় পেল শেফিল্ড
জুলাই গণঅভ্যুত্থান যাতে ব্যর্থ না হয় : নাহিদ ইসলাম
ট্রাম্প-মোদি-শি নয়, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ: মির্জা ফখরুল
সংবিধানের মৌলিক সংস্কারের কথা বলেছি : আখতার হোসেন
ঝটিকা মিছিল কন্ট্রোল না করতে পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা
আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন
শীতলক্ষ্যায় নৌকাডুবি: ১৪ ঘণ্টা পর নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন
কয়লা ব্যবসার নামে প্রতারণা, গ্রেফতার ৪
বিএসসি প্রকৌশলীদের অধিকার নিশ্চিতে ৩ দফা দাবিতে বুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ