ঢাকা-১৭ আসনে উপ-নির্বাচন : প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী তরিকুল

প্রথম পাতা » আইন আদালত » ঢাকা-১৭ আসনে উপ-নির্বাচন : প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী তরিকুল
সোমবার, ২৬ জুন ২০২৩



ঢাকা-১৭ আসনে উপ-নির্বাচন : প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী তরিকুল

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. তারিকুল ইসলাম ভূঞাঁ মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।
বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি এ কে এম রবিউল হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।
আদালতে তরিকুলের পক্ষে শুনানি করেন এডভোকেট মো. ওজিউল্লাহ। তাকে সহযোগিতা করেন এডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারি ও শাহ মো. বাবর।
এর আগে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. তারিকুল ইসলাম ভূঞাঁ মনোনয়নপত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি দায়ের করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী (রেসপনডেন্ট) করা হয়।
গত ১৮ জুন স্বতন্ত্র প্রার্থী মো. তারিকুল ইসলাম ভূঞাঁসহ ৮ প্রার্থীর মনোনয়ন রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে বাতিল হয়। তারা হলেন- জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, জাতীয় পার্টির মো. মামুনূর রশিদ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) মো. মজিবুর রহমান, এবং স্বতন্ত্র প্রার্থী শেখ আসাদুজ্জামান জালাল, মো. তারিকুল ইসলাম ভূঞাঁ, আবু আজম খান, আশরাফুল হোসেন আলম (হিরো আলম) এবং মুসাউর রহমান খান।
স্বতন্ত্র প্রার্থী তরিকুলের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নির্বাচন কমিশনও বহাল রাখে। এর বিরুদ্ধে তিনি হাইকোর্টে আবেদন করেন।

বাংলাদেশ সময়: ১৫:২১:২২   ১৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


বিচারের শুদ্ধতার জন্য ট্রাইব্যুনালে আপিলের বিধান রাখা হয়েছে
জিয়াউল আহসানসহ ৮ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৯ ডিসেম্বর
গণহত্যার মামলায় ট্রাইব্যুনালে মামুন-জিয়াউলসহ ৮ আসামি
হত্যা মামলায় ৮ দিনের রিমান্ডে কামরুল ইসলাম
আজ অপরাধ ট্রাইব্যুনালে তোলা হচ্ছে সাবেক ১০ মন্ত্রীসহ ১৪ জনকে
জয়পুরহাটে কিশোর হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন
জিয়াউল আহসানসহ ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সেই লিমনের অভিযোগ
ট্রাস্টের টাকা ফান্ডেই আছে, আত্মসাৎ করেননি খালেদা জিয়া: দুদক আইনজীবী
সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির ৫ দিনের রিমান্ডে
নাটোরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ