বৃষ্টিতে ভিজেই রাজধানীর অলিগলিতে চলছে পশু কোরবানি

প্রথম পাতা » ছবি গ্যালারী » বৃষ্টিতে ভিজেই রাজধানীর অলিগলিতে চলছে পশু কোরবানি
বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩



বৃষ্টিতে ভিজেই রাজধানীর অলিগলিতে চলছে পশু কোরবানি

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানীসহ সারা দেশে মুসলিম সম্প্রদায় ঈদুল আজহা উদ্‌যাপন করছে। তবে বৃষ্টির কারণে সকাল থেকে নামাজ ও কোরবানি দিতে বেগ পেতে হচ্ছে সবাইকে।

আষাঢ়ের বৃষ্টিময় দিনে এলো মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। খুশির এই ঈদে বাগড়া দিয়েছে বৃষ্টি। কয়েকদিনের টানা বৃষ্টিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে নামাজ পড়ার পাশাপাশি পশু কোরবানি দিতেও বিড়ম্বনায় পড়ছেন কমবেশি সবাই।

বৃহস্পতিবার (২৯ জুন) সকালে ঈদের নামাজের পরই ঢাকার সব অলিগলিতে বৃষ্টিতে ভিজেই পশু কোরবানি শুরু করেছেন সবাই। তবে যাদের সুযোগ আছে তারা বাসার নিচের গ্যারেজে পশু কোরবানি করেছেন। আর এজন্য পাড়া-মহল্লার মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও মাদ্রাসার শিক্ষার্থীদের ব্যস্ত সময় পার করতে দেখা গেছে।

এদিকে কোরবানিতে পশু জবেহ করার পর মাংস কাটায় ব্যস্ত সময় পার করছেন কসাইরা। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিবছরের মতো এবারও কসাইরা এসছেন। তারা বলছেন, ঢাকায় গরু প্রতি কমিশন ভালো পাওয়া যায়, তাই তাদের আগ্রহও থাকে।

আর কসাই সংকটের কারণে সবাই আজ কোরবানি করছেন না। কেউ কেউ ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিন পশু কোরবানি করবেন।

এদিকে বৃষ্টি হওয়ায় কোরবানি ব্যবস্থাপনায় ভীতি জাগাচ্ছে সবার মধ্যে। যদিও জলাবদ্ধতায় পশুর বর্জ্য ও রক্তে দূষণ ছড়ানো ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে সিটি করপোরেশন। যত দ্রুত সম্ভব বর্জ্য অপসারণে গুরুত্ব দিচ্ছে তারা।

পবিত্র ঈদুল আজহায় এ বছর দেশে প্রায় ১ কোটি ৫ লাখ পশু কোরবানি দেয়া হবে। শহরকেন্দ্রিক সবচেয়ে বেশি সংখ্যক পশু কোরবানি হবে রাজধানী ঢাকায়।

বাংলাদেশ সময়: ১১:১৯:০২   ১৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সংবাদপত্রের গুণগত মানোন্নয়নে টাস্কফোর্স গঠন করবে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
দোহার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
আমরা খুব ঘনিষ্ঠ প্রতিবেশী হতে চাই, ওয়াং ইউবোকে প্রধান উপদেষ্টা
বোরো ধানের শীষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন
নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন
সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘ আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ
সবার চিকিৎসার জন্য উন্মুক্ত হলো দেশের রেলওয়ে হাসপাতাল
ইতালিতে ‘বরবাদ’ দেখতে প্রবাসীদের ঢল
মানবসম্পদ উন্নয়নসহ উচ্চশিক্ষার ৬ খাতে সহযোগিতার আগ্রহ এএফডির
সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে প্রতিবেদন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ