শুক্রবার, ৩০ জুন ২০২৩

কাঁচামরিচের কেজি ৭০০ টাকা!

প্রথম পাতা » ছবি গ্যালারী » কাঁচামরিচের কেজি ৭০০ টাকা!
শুক্রবার, ৩০ জুন ২০২৩



কাঁচামরিচের কেজি ৭০০ টাকা!

ঝালকাঠির বাজারে ঈদের দিন প্রতি কেজি কাঁচামরিচ ৭০০ টাকায় বিক্রি হয়েছে; যা একদিন আগেও ৩০০ থেকে ৪০০ টাকা ছিল।

বৃহস্পতিবার (২৯ জুন) ঝালকাঠি শহরের বাজারগুলো ঘুরে এ চিত্র দেখা যায়।

বিক্রেতাদের ভাষ্য, ঈদের বাজারে পাইকারি ক্রয়মূল্য বেশি পড়ায় খুচরা বাজারে দাম বেড়ে গেছে। তবে সাধারণ ক্রেতারা বলছেন, ঈদকে ঘিরে এটি সিন্ডিকেটের দৌরাত্ম্য।

কাঁচাবাজার করতে আসা মনিরুজ্জামান বলেন, সালাদসহ ঈদের রান্নায় কাঁচামরিচ না হলেই নয়; কিন্তু বাজারে এসে মাথায় হাত। পরে ৭০ টাকায় ১০০ গ্রাম কিনলাম।

জেবুন্নেছা নামে এক নারী ক্রেতা বলেন, ঈদকে ঘিরে স্থানীয় সিন্ডিকেটের কারণে এ অবস্থা। ৭০০ টাকা মরিচের কেজি এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

এ ব্যাপারে ঝালকাঠি বড় বাজার কমিটির সহসভাপতি মো. কবির হাওলাদার গণমাধ্যমকে বলেন, ঈদের কারণেই পাইকারি বাজার চড়া। ৭০০ টাকা খুচর বেচলেও খুব বেশি লাভ থাকবে না। বরিশাল থেকে সকালে ৫৫০ টাকা পাইকারি কিনতে হয়েছে। মাত্র ২০ কেজি মরিচ আনতে পেরেছি। তার ওপর পরিবহন খরচসহ অন্যান্য খরচ রয়েছে। তবে ঈদের পর এমন দাম আর থাকবে না।

বাংলাদেশ সময়: ১৫:২২:৩৫   ১২৭ বার পঠিত