শ্রীলঙ্কাকে ৭০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

প্রথম পাতা » অর্থনীতি » শ্রীলঙ্কাকে ৭০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক
শুক্রবার, ৩০ জুন ২০২৩



শ্রীলঙ্কাকে ৭০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

বাজেট ও কল্যাণ সহায়তার জন্য শ্রীলঙ্কাকে ৭০ কোটি ডলার ঋণ দেয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক।

বৃহস্পতিবার (২৯ জুন) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

এক বিবৃতিতে শ্রীলঙ্কায় নিযুক্ত বিশ্বব্যাংকের প্রতিনিধি ফারিস হাদাদ বলেন, অর্থনৈতিক সংকটে জর্জরিত জাপানকে ৭০ কোটি ডলার ঋণ দেয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। এই অর্থের ৫০ কোটি ডলার বাজেট সহায়তায় আর বাকি ২০ কোটি ডলার যাবে সংকটে সবচেয়ে ক্ষতিগ্রস্তদের কল্যাণে। প্রাথমিক অর্থনৈতিক স্থিতিশীলতা, অবকাঠামোগত সংস্কার এবং দরিদ্র ও সংবেদনশীলদের সুরক্ষার লক্ষ্যে এ সহায়তা দেওয়া হচ্ছে।

তবে বিশাল এই অর্থ পাওয়ার ঘোষণা এলেও এবার বেশ সতর্ক রয়েছেন শ্রীলঙ্কার সরকার। চলমান সংকট সামাল দিতে ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

স্থানীয় গণমাধ্যম বলছে, বর্তমানে শ্রীলঙ্কার অভ্যন্তরীণ ঋণ প্রায় ৪২ বিলিয়ন ডলার। এই বিশাল অঙ্কের ঋণের বোঝা সামাল দিতে ব্যাংকিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে চায় দেশটির সরকার। আর তাই পাঁচ দিনের জন্য ব্যাংক বন্ধের ঘোষণা দেয়া হয়েছে।

১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর সাত দশকের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে শ্রীলঙ্কায়। বিদেশি মুদ্রার রিজার্ভ ফুরিয়ে যাওয়ায় গত বছর প্রথমবার ঋণখেলাপি হিসেবে গণ্য হয়। এরপর থেকেই অর্থনীতির পুনরুত্থানে চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটির সরকার।

নিজেদের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক মন্দার মধ্য দিয়ে যাচ্ছে ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। মাত্র ২ কোটি জনসংখ্যার দেশটিতে নিত্যপণ্যের লাগামহীন দামে বিপর্যন্ত জনজীবন। লঙ্কান সরকারের রাজস্ব আয়ের অন্যতম খাত পর্যটনশিল্প ধসে পড়েছে। এ ছাড়া বিদেশি রেমিট্যান্স ঠেকেছে তলানিতে। এমন অবস্থায় শ্রীলঙ্কাকে প্রায় ৩০০ কোটি ডলার ঋণ সহায়তা দেয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। এতে প্রাথমিক ধাক্কা কিছুটা কাটিয়ে ঘুরে দাড়াতে শুরু করে থমকে যাওয়া অর্থনীতির চাকা।

বাংলাদেশ সময়: ১৫:৪২:২৮   ১৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


চলতি অর্থবছরে ৩.৯ শতাংশ হবে প্রবৃদ্ধি, বাড়বে মূল্যস্ফীতি : এডিবি
নাসার সঙ্গে আর্টেমিস চুক্তি স্বাক্ষর করল বাংলাদেশ
স্টার্টআপদের জন্য ১০ লাখ ডলার বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে ইনসেপ্টা
কোনো সরকার যেন ইন্টারনেট বন্ধ করতে না পারে সে ব্যবস্থা করা হচ্ছে
নতুন উদ্যোক্তাদের মূলধন সহায়তার জন্য ৮০০-৯০০ কোটি টাকার তহবিল গঠন: গভর্নর
বিমসটেক মুক্তবাণিজ্য অঞ্চল গঠনে সদস্য রাষ্ট্রগুলোর সমর্থন চায় বাংলাদেশ
কার্গো টার্মিনালে আন্তর্জাতিক বন্দরে রূপ পেল বেনাপোল
বাংলাবান্ধা দিয়ে নেপালে গেল আরো ১০৫ মেট্রিক টন আলু
পর্যটন খাতের উন্নয়নে শ্রীংলকার সহযোগিতার আহ্বান ডিসিসিআই সভাপতির
সরকার ক্রমান্বয়ে কর অব্যাহতি কমাবে: এনবিআর চেয়ারম্যান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ