লায়নকে ছাড়াই মাঠে নামছে অস্ট্রেলিয়া

প্রথম পাতা » খেলাধুলা » লায়নকে ছাড়াই মাঠে নামছে অস্ট্রেলিয়া
শুক্রবার, ৩০ জুন ২০২৩



লায়নকে ছাড়াই মাঠে নামছে অস্ট্রেলিয়া

অ্যাশেজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে চোটে পড়েছেন অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়ন। দলের গুরুত্বপূর্ণ এই ক্রিকেটারের চোট নিয়ে চিন্তায় রয়েছে অজি শিবির। প্রথম টেস্টে ৮ উইকেট নেয়া লায়ন দ্বিতীয় টেস্টে খেলতে না পারলে কিছুটা পিছিয়েই থাকবে প্যাট কামিন্সের দল।

বৃহস্পতিবার (২৯ জুন) লর্ডসে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলায় মাঠে নামে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। এ দিন ইনিংসের ৩৭তম ওভারে ফিল্ডিংয়ের সময়ে পায়ে চোট পান লায়ন। তখন ফিজিওর কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন তিনি। এরপরে খেলার বাকি সময়ে মাঠে নামতে পারেননি তিনি।

লায়নের চোট নিয়ে স্টিভেন স্মিথ বলেছেন, ‘আশা করছি লায়ন ঠিক আছে। যদিও তার অবস্থা দেখে খুব একটা ভালো মনে হয়নি। সে খেলতে না পারলে আমাদের জন্য খারাপ সংবাদ হবে। লায়ন না থাকা মানে আমাদের অনেক বড় ক্ষতি হওয়া।’

দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৪১৬ রান তুলতেই অলআউট হয় অস্ট্রেলিয়া। অজিদের পক্ষে সর্বোচ্চ ১১০ রান করেন স্টিভেন স্মিথ। ইংল্যান্ডের পক্ষে ৩টি করে উইকেট নেন অলি রবিনসন ও জস টং।

দ্বিতীয় দিনে শুরু হয় ইংল্যান্ডের ব্যাটিং ইনিংস। শেষ পর্যন্ত ৪ উইকেটের বিনিময়ে ২৭৮ রান তোলে বেন স্টোকসের দল। এখনও অজিদের থেকে ১৩৮ রানে পিছিয়ে রয়েছে ইংল্যান্ড। উইকেটে অপরাজিত রয়েছেন হ্যারি ব্রুক (৪৫) ও বেন স্টোকস (১৭)।

এ দিন ২ রানের আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরেছেন বেন ডাকেট। ইংলিশ এই ওপেনার দলীয় ২০৮ রানে আউট হন। যখন তার ব্যক্তিগত রান ছিল ৯৮। তাতে ২ রানের জন্য সেঞ্চুরি পূরণ করতে পারেননি তিনি। আজ শুক্রবার (৩০ জুন) তৃতীয় দিনের খেলা মাঠে গড়াবে বিকেল ৪টায়।

বাংলাদেশ সময়: ১৫:৫৪:০৫   ১৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


প্রথম দিনে আইপিএলের নিলামে উঠবে ৮৪ ক্রিকেটার
১৮ মিনিটেই ডি মারিয়ার হ্যাটট্রিক, দৃষ্টিনন্দন বাইসাইকেল গোল
সাফজয়ী ঋতুপর্ণা-মণিকা ও রুপনা চাকমাকে রাঙ্গামাটিতে সংবর্ধনা
সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা
অজি পেসারদের তোপে ১৫০ রানে অলআউট ভারত
ফেডারেশন কাপের একই গ্রুপে আবাহনী ও মোহামেডান
ভেনেজুয়েলার পর উরুগুয়ের বিপক্ষেও ড্র ব্রাজিলের
পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা
২১০তম ম্যাচের পর ‘প্রথম’ জয় র‌্যাংকিংয়ের ২১০তম দলের
উরুগুয়ে ম্যাচের একদিন আগেই একাদশ প্রকাশ ব্রাজিলের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ