ঢাকায় দুর্ঘটনার কবলে সাউদিয়ার বোয়িং, তদন্ত কমিটি গঠন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকায় দুর্ঘটনার কবলে সাউদিয়ার বোয়িং, তদন্ত কমিটি গঠন
শনিবার, ১ জুলাই ২০২৩



ঢাকায় দুর্ঘটনার কবলে সাউদিয়ার বোয়িং, তদন্ত কমিটি গঠন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি বোয়িং উড়োজাহাজ দুর্ঘটনার কবলে পড়েছে।

গত বুধবার (২৮ জুন) উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনায় পতিত হয়।

দুর্ঘটনার পর এর কারণ অনুসন্ধানে দুই সদস্যের তদন্ত টিম গঠন করেছে অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন কমিটি অব বাংলাদেশ (এএআইসি-বিডি)। কমিটিকে ৩০ দিনের মধ্যে প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আর চূড়ান্ত তদন্ত শেষে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ঘটনায় উড়োজাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কোনো যাত্রীর ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে উড়োজাহাজটি শাহজালাল বিমানবন্দরে মেরামত করা হচ্ছে। ফ্লাইটে দুইজন পাইলট ছাড়াও ১ জন পুরুষ ও ১২ জন নারী কেবিন ক্রু ছিলেন। ফ্লাইটটিতে যাত্রী ছিলেন ৩৮৩ জন। যাত্রীদের ৬১ জন নারী এবং ২৮৯ জন পুরুষ। শিশু ছিল ২৮ জন এবং দুগ্ধপোষ্য শিশু ছিল পাঁচজন।

দুর্ঘটনার পর এয়ারক্রাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন কমিটি অব বাংলাদেশ (এএআইসি-বিডি)-এর প্রধান ক্যাপ্টেন সালাহউদ্দিন এম রহমতুল্লাহ ও সদস্য (পরিচালন) মো. হারুনুর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেন। ‘গো-টিম’ ঘটনাস্থল থেকে তথ্য-উপাত্ত সংগ্রহের পাশাপাশি আলামত সংগ্রহ করেন। পরে এএআইসি-বিডি’র প্রধান ক্যাপ্টেন সালাহউদ্দিন এম রহমতুল্লাহর নির্দেশে দুই সদস্যদের একটি টিম গঠন করা হয়েছে। টিমের নেতৃত্ব দিচ্ছেন ক্যাপ্টেন সালাহউদ্দিন এম রহমতুল্লাহ এবং সদস্য হিসেবে আছেন এএআইসি-বিডি’র সদস্য (পরিচালন) মো. হারুনুর রশিদ।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম শুক্রবার (৩০ জুন) সংবাদমাধ্যমকে বলেন, এ দুর্ঘটনায় কোনো যাত্রীর ক্ষয়ক্ষতি হয়নি। ক্ষতিগ্রস্ত উড়োজাহাজটি সৌদি এয়ারলাইন মেরামত করছে। দুর্ঘটনা অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:১১:১৮   ১০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গণ-অভ্যুত্থানে নিহত-আহতদের পরিবারকে পুনর্বাসন করা হবে : নাহিদ ইসলাম
বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার সাথে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের বৈঠক
অবৈধ ইটভাটা বন্ধ করা হবে : পরিবেশ উপদেষ্টা
বাংলাদেশে চুরি-ডাকাতির মেগাপ্রজেক্ট খোলা হয়েছিল : ফয়জুল করীম
সংস্কার কমিশনের কাজ শুরু ১ অক্টোবর, প্রতিবেদন ডিসেম্বরে
বাংলাদেশীদের গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতকে সমর্থন দিয়ে যাবে অস্ট্রেলিয়া
মূল সংস্কার উদ্যোগে বিশ্বব্যাংকের সহায়তার অঙ্গীকার
ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যা, ছাত্রলীগ নেতাসহ আটক ৩

News 2 Narayanganj News Archive

আর্কাইভ