কেনিয়ায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ৫১

প্রথম পাতা » আন্তর্জাতিক » কেনিয়ায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ৫১
রবিবার, ২ জুলাই ২০২৩



কেনিয়ায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ৫১

কেনিয়ার নাকুরু শহরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ‍মৃত্যু বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছে অন্তত ৩০ জন। শুক্রবার (৩০ জুন) স্থানীয় সময় রাতে এ দুর্ঘটনা ঘটে। খবর আল-জাজিরার।

ট্রাকের ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতে কেনিয়ার পশ্চিমাঞ্চলীয় কেরিচো ও নাকুরু শহরের মধ্যবর্তী ব্যস্ততম সড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বেশ কয়েকটি যানবাহন এবং পথচারীদের ধাক্কা দেয়। এই ঘটনায় প্রাথমিকভাবে ৪৮ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। তবে পরবর্তীকালে এটি বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে।

স্থানীয় পুলিশ কমান্ডার জিওফ্রে মায়েক বলেন, ‘আহত আরও তিনজন মারা যাওয়ার পর মৃত্যু বেড়ে ৫১ হয়েছে।’

মায়েক আরও বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ৩০ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে। মৃত্যু আরও বেশি হতে পারে। তবে এখন পর্যন্ত আমরা ৩০ জনের খবর নিশ্চিত হতে পেরেছি।

দুর্ঘটনাস্থল পরিদর্শন করে দেশটির পরিবহনমন্ত্রী কিপচুম্বা মুরকোমেন সাংবাদিকদের বলেন, ‘দুর্ঘটনার কারণ জানার জন্য তদন্ত করা হচ্ছে।’

কেনিয়া রেডক্রস জানিয়েছে, ট্রাকটি ৬টিরও বেশি যানবাহনকে ধাক্কা দেয় এবং পথচারীদের ওপর দিয়ে চলে যায়। স্থানীয় টেলিভিশনে পোস্ট করা ছবিতে দুমড়েমুচড়ে যাওয়া কয়েকটি গাড়ি দেখা গেছে।

এ ঘটনায় কেরিচোর গভর্নর গভীর শোক প্রকাশ করেছেন। এক ফেসবুক পোস্টে গভর্নর এরিক মুতাই বলেন, ‘আমার হৃদয় চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। কেরিচোর মানুষের জন্য এটা অন্ধকার মুহূর্ত। নিহতের পরিবারের প্রতি আমার সমবেদনা।’

বাংলাদেশ সময়: ১২:৪৯:৪৪   ১০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ফ্লোরিডায় ‘অত্যন্ত বিপজ্জনক’ হারিকেন হেলেন’র আঘাত
যুক্তরাষ্ট্র, ইইউসহ আরব দেশগুলোর লেবাননে ‘সাময়িক যুদ্ধবিরতির’ আহ্বান
ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে, এএনআইকে ফখরুল
পাকিস্তানে শিয়া-সুন্নি সংঘাতে নিহত ২৫
পশ্চিমা বিশ্বকে পারমাণবিক হামলার হুঁশিয়ারি পুতিনের
বিজেপি নেতারা কেন বারবার বাংলাদেশিদের টার্গেট করেন?
ইসরাইলের হামলায় লেবাননে নিহত বেড়ে ৪৯২
লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৮২
যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ‘বৃহত্তর যুদ্ধ’ ঠেকাতে ‘কঠোর চাপ দিচ্ছে’: বাইডেন
শীর্ষ মার্কিন প্রযুক্তি নেতাদের সঙ্গে বৈঠক করলেন মোদি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ