বাংলাদেশের বিপক্ষে দুই সিরিজের জন্যই দল ঘোষণা ভারতের

প্রথম পাতা » খেলাধুলা » বাংলাদেশের বিপক্ষে দুই সিরিজের জন্যই দল ঘোষণা ভারতের
সোমবার, ৩ জুলাই ২০২৩



বাংলাদেশের বিপক্ষে দুই সিরিজের জন্যই দল ঘোষণা ভারতের

বাংলাদেশ নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৬ জুলাই ঢাকায় পা রাখবে ভারতীয় নারী ক্রিকেট দল। রোববার রাতে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত।

ভারতের বিপক্ষে শুরুতে টি-টোয়েন্টি সিরিজটি মাঠে গড়াবে, যথাক্রমে আগামী ৯, ১১ ও ১৩ জুলাই। এরপর তিন ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৬, ১৯ ও ২২ জুলাই। সবগুলো ম্যাচই মাঠে গড়াবে মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। আসন্ন এ ওয়ানডে সিরিজটি আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপের ২০২২-২০২৫ মধ্যে রয়েছে। যা ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের ক্ষেত্রে এ সিরিজের পয়েন্ট কাজে আসবে।

বাংলাদেশের বিপক্ষে ভারতের ঘোষিত টি-টোয়েন্টি দল- হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মা, শেফালি ভার্মা, জেমিমা রদ্রিগজ, ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), হারলিন দেওল, দেবিকা বৈদ্য, উমা চেত্রি (উইকেটরক্ষক), আমানজত কৌর, এস মেঘনা, পূজা ভাস্ত্রাকার, মেঘনা সিং, অঞ্জলি সারভানি, মনিকা প্যাটেল, রাশি কানোজিয়া, আনুশা বারেডি, মিন্নু মানি

ঘোষিত ওয়ানডে দল- হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মা, শেফালি ভার্মা, জেমিমা রদ্রিগজ, ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), হারলিন দেওল, দেবিকা বৈদ্য, উমা চেত্রি (উইকেটরক্ষক), আমানজত কৌর, প্রিয়া পুনিয়া, পূজা ভাস্ত্রাকার, মেঘনা সিং , অঞ্জলি সারভানি, মনিকা প্যাটেল, রাশি কানোজিয়া, আনুশা বারেডি, স্নেহ রানা।

বাংলাদেশ সময়: ১৩:০৫:৪১   ১০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সাফজয়ী ঋতুপর্ণা-মণিকা ও রুপনা চাকমাকে রাঙ্গামাটিতে সংবর্ধনা
সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা
অজি পেসারদের তোপে ১৫০ রানে অলআউট ভারত
ফেডারেশন কাপের একই গ্রুপে আবাহনী ও মোহামেডান
ভেনেজুয়েলার পর উরুগুয়ের বিপক্ষেও ড্র ব্রাজিলের
পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা
২১০তম ম্যাচের পর ‘প্রথম’ জয় র‌্যাংকিংয়ের ২১০তম দলের
উরুগুয়ে ম্যাচের একদিন আগেই একাদশ প্রকাশ ব্রাজিলের
ক্যারিবিয়ানে বাংলাদেশকেও তুলে ধরতে চায় রংপুর রাইডার্স
৪৩৯ রানের টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারালো উইন্ডিজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ