সোমবার ইতিহাসের ‘সবচেয়ে উষ্ণতম’ দিনের সাক্ষী হয়েছেন বিশ্ববাসী। এদিন (৩ জুলাই) বিশ্বে সবচেয়ে উষ্ণতম দিন ছিলো বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ৩ জুলাই বিশ্বের গড় তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। ১৯৭৯ সালে তাপমাত্রা ও আবহাওয়ার খবর রাখতে স্যাটেলাইট মনিটরিং রেকর্ড শুরু হয়। এ রেকর্ডের তথ্য অনুযায়ী, এদিন তাপমাত্রা ছিলো আগের যেকোনো দিনের চেয়ে বেশি।
বিশেষজ্ঞদেরও ধারণা, ১৯ শতকের শেষ দিকে আবহাওয়ার যান্ত্রিক রেকর্ড শুরুর পর থেকে চলতি মাসের ৩ তারিখটি সবচেয়ে উত্তপ্ত দিন ছিল।
গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে তীব্র গরম পড়েছে। চীনের ওপর দিয়েও বয়ে যাচ্ছে ভয়াবহ তাপপ্রবাহ। দেশটির কিছু কিছু অঞ্চলের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসও ছাড়িয়েছে। শুধু তাই নয়, উত্তর আফ্রিকায় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসও ছাড়াতে দেখা যায়। এমনকি অ্যান্টার্টিকায় এখন শীতকাল চললেও, সেখানে তাপমাত্রা বেশি বলে জানা গেছে।
গত মাসে ভারতের উত্তরপ্রদেশে তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েন বহু মানুষ। দেশটিতে প্রতিনিয়ত ঘটেছে প্রাণহানির ঘটনাও। চীনের ওপর দিয়ে বইয়ে যাচ্ছে ভয়াবহ তাপপ্রবাহ। দেশটির কিছু কিছু অঞ্চলের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। অপরদিকে উত্তর আফ্রিকার মানুষ তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে দেখেছেন। এছাড়াও বেশ কিছুদিন আগে মেক্সিকোর তাপমাত্রা ৫০ ডিগ্রি ছিলো। এতে শতাধিক মানুষের প্রাণহানি ঘটে।
গ্র্যান্থাম ইনস্টিটিউট ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড দ্য এনভাইরনমেন্টের জলবায়ু বিজ্ঞানী ফ্রেদ্রিক ওত্তো বলেছেন, ‘এটি এমন একটি মাইলফলক, যা আমাদের উদযাপন করা উচিত নয়। এটি সাধারণ মানুষ ও ইকো সিস্টেমের জন্য একটি মৃত্যুদণ্ড বটে।’
বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে ক্রমবর্ধমান এল নিনো প্যাটার্নের সংমিশ্রণে দিন দিন তাপমাত্রা বাড়ছে।
বাংলাদেশ সময়: ১২:১৮:৪১ ১০৯ বার পঠিত