বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক জোরদারে বাংলাদেশ সফরে ব্রিটিশ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক জোরদারে বাংলাদেশ সফরে ব্রিটিশ মন্ত্রী
বুধবার, ৫ জুলাই ২০২৩



বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক জোরদারে বাংলাদেশ সফরে ব্রিটিশ মন্ত্রী

দুই দিনের সফরে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী নিগেল হাডলেস্টন। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে ব্রিটিশ মন্ত্রীর এ সফর বলে জানিয়েছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন।

বুধবার (৫ জুলাই) ঢাকার ব্রিটিশ হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ব্রিটিশ হাইকমিশন জানায়, যুক্তরাজ্য বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক তৈরি করতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। যা কর্মসংস্থান সৃষ্টি করার পাশাপাশি উভয় দেশের অর্থনীতির বিকাশ ঘটাবে।

যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের একটি শক্তিশালী এবং স্থায়ী সম্পর্ক রয়েছে। বাংলাদেশের সঙ্গে আমাদের বাণিজ্য গত এক বছরে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

হাডলেস্টন বলেন, আমার প্রথম সফর বাণিজ্য বাড়াতে ও বিনিয়োগ সম্পর্ক অর্জনের জন্য বাংলাদেশের সঙ্গে কাজ করতে যুক্তরাজ্যের দৃঢ় উচ্চাকাঙ্ক্ষা প্রদর্শন করে। বাজারে প্রবেশাধিকার এবং বাণিজ্যে বাধা দূর করে পারস্পরিক সমৃদ্ধি বাড়াতে আমি বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে উন্মুখ।

ঢাকা সফরের প্রথম সূচিতে এরইমধ্যে যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এছাড়া তিনি বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।

বাংলাদেশ সময়: ১২:৫৬:১৩   ১০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন নিয়ে মারামারি
আইইউটির ৩ শিক্ষার্থীর মৃত্যু, পল্লী বিদ্যুতের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
গাজায় মসজিদ গুঁড়িয়ে দিলো ইসরাইল, নিহত আরও ৩৮

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত
পররাষ্ট্র সচিবের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রোজায় বাজার সহনশীল রাখার চেষ্টা করা হবে: বাণিজ্য উপদেষ্টা
দেশের যুবকদের কর্মসংস্থানে কাজ করতে চায় বিশ্বব্যাংক
সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
সাফজয়ী ঋতুপর্ণা-মণিকা ও রুপনা চাকমাকে রাঙ্গামাটিতে সংবর্ধনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ