ইউরোপে নিজের পুরনো ঠিকানায় ফিরলেন ডি মারিয়া

প্রথম পাতা » খেলাধুলা » ইউরোপে নিজের পুরনো ঠিকানায় ফিরলেন ডি মারিয়া
বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩



ইউরোপে নিজের পুরনো ঠিকানায় ফিরলেন ডি মারিয়া

আর্জেন্টিনার ক্লাব রোসারিও সেন্ট্রাল থেকে বেনফিকায় যোগ দিয়ে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে বর্ণাঢ্য যাত্রা শুরু হয়েছিল আর্জেন্টাইন উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়ার। সেখান থেকে রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার ইউনাইটেড-পিএসজির হয়ে নিজেকে প্রজন্মের অন্যতম সেরার কাতারে নিয়ে গেছেন এই আর্জেন্টাইন। গত বছর পিএসজি থেকে সিরি আ’র ক্লাব য়্যুভেন্তাসে ফ্রি ট্রান্সফারে যোগ দিয়েছিলেন ‘এল ফিডেও’ নামে খ্যাত ডি মারিয়া। কিন্তু এক মৌসুম পরেই ঠিকানা বদলালেন তিনি।

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়া ফ্রি ট্রান্সফারে পর্তুগালের ক্লাব বেনফিকায় যোগ দিয়েছেন। দীর্ঘ এক যুগ পর নিজের সাবেক ক্লাবে ফিরলেন ৩৫ বছর বয়সী এই আর্জেন্টাইন। ২০০৭-২০১০ সাল পর্যন্ত প্রিমেরা লিগের এই জায়ান্ট ক্লাবে খেলেছিলেন তিনি। ইউরোপে এটাই ছিল তার প্রথম ক্লাব। ক্যারিয়ারের সায়াহ্নে নিজের শিকড়েই যেন ফিরলেন এই কিংবদন্তি।

বুধবার (৫ জুলাই) বেনফিকা এই আর্জেন্টাইন সুপারস্টারকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করে। বেনফিকার বিবৃতিতে বলা হয়েছে, ‘আনহেল দি মারিয়া বেনফিকার সঙ্গে চুক্তি সই করেছেন এবং কোচ রজার সিমিটের বহরে তিনি নতুন সংযোজন।’ ক্লাবের পক্ষ থেকে কিছু না জানানো হলেও সংবাদমাধ্যমের দাবি, এক মৌসুমের জন্য এই তারকার সঙ্গে চুক্তি করেছে ক্লাবটি।

গত বছর য়্যুভেন্তাসে যোগ দেওয়ার পর ইনজুরি ও অন্যান্য সমস্যার কারণে সময়টা ভালো কাটেনি তার। ক্লাবের সমর্থকরাও ভালোভাবে নেয়নি তাকে। অবশেষে কোন শিরোপা না জিতেই সিরি আ’র ক্লাবটি ছাড়েন তিনি। এরপর থেকেই তার ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন ডালপালা মেলে।

লিওনেল মেসি মেজর সকার লিগের (এমএলএস) দল ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পর ক্লাবটির পক্ষ থেকে ডি মারিয়াকেও প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সে প্রস্তাব ফিরিয়ে দেন। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছিল, সৌদি লিগ থেকেও লোভনীয় প্রস্তাব ছিল ডি মারিয়ার কাছে। কিন্তু তিনি সে প্রস্তাবও ফিরিয়ে দেন। তবে ঠিক কোন ক্লাব থেকে তিনি প্রস্তাব পেয়েছিলেন না জানায়নি সংবাদ সংস্থাটি।

এরপর থেকেই অবস্থাদৃষ্টে মনে হচ্ছিল, নিজের পুরনো ক্লাবেই ফিরছেন ডি মারিয়া। আর্জেন্টাইন ক্লাব রোসারিও সেন্ট্রালে খেলা শুরু করলেও ইউরোপের বড় ক্লাবগুলোর নজর কাড়েন বেনফিকাতেই। এই পর্তুগিজ ক্লাবে খেলার সময়েই প্রয়াত কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা তাকে ‘আর্জেন্টিনার পরবর্তী সুপারস্টার’ বলে আখ্যা দেন।

২০১০ বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্সের পর রিয়াল মাদ্রিদ তাকে দলে ভেড়ায়। লা লিগা জায়ান্টদের হয়ে লা লিগা, কোপা দেল রে ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতেন। ২০১৪ সালে দীর্ঘ এক যুগ পর চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতে রিয়াল। বহুল প্রত্যাশিত সেই লা দেসিমা জয়ের পথে ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন ডি মারিয়া।

তবে সে মৌসুম শেষেই রেকর্ড মূল্যে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন তিনি। প্রিমিয়ার লিগের জায়ান্টদের হয়ে মাত্র এক মৌসুম খেলেন তিনি। সেখানে সাফল্য না মেলার পর ২০১৫ সালে যোগ দেন প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি)। সেখানে সাত মৌসুমে পাঁচবার লিগ জেতেন তিনি। ইউরোপের মোট তিনটি দেশের লিগ শিরোপা জিতেছেন ডি মারিয়া।

বাংলাদেশ সময়: ১১:৫৮:১৩   ১৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সিরিজ জয় আফগানিস্তানের
মিচেলের বিশ্বরেকর্ড, ১০৮ রানের পুঁজি নিয়েও জিতল নিউজিল্যান্ড
চার পেসারের নৈপুণ্যে ২২ বছর পর অস্ট্রেলিয়ায় সিরিজ জিতলো পাকিস্তান
আফগানিস্তানের বিপক্ষে সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ
ভিনিসিয়ুসের হ্যাটট্রিকে বড় জয় রিয়াল মাদ্রিদের
নিজের দলের খেলোয়াড়ের কলার ধরে কোচের টানাহেঁচড়া
৩৮০ দিন পর ইউনাইটেডের জয়, টটেনহ্যামকে হারাল গ্যালাতাসারে
পাকিস্তানের কাছে বিধ্বস্ত হলো অস্ট্রেলিয়া
পেনাল্টিতে দুঃস্বপ্ন ভাঙলো আর্সেনাল-ভিলার, জয় নিয়ে ফিরলো বায়ার্ন
প্রথম ওয়ানডেতে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ