রাজবাড়ীর ‘ক্ষীর চমচম’ এখন সবার মুখে মুখে

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজবাড়ীর ‘ক্ষীর চমচম’ এখন সবার মুখে মুখে
বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩



রাজবাড়ীর ‘ক্ষীর চমচম’ এখন সবার মুখে মুখে

মিষ্টি পছন্দ করেন না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। আর সেটা যদি হয় সুস্বাদু, তাহলে তো কথাই নেই। এমনই এক মিষ্টির নাম রাজবাড়ীর ‘ক্ষীর চমচম’। যার সুনাম ছড়িয়ে পড়েছে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন জেলায়।

জানা যায়, মিষ্টি ব্যবসায়ীরা খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ করে দীর্ঘসময় ধরে জ্বালিয়ে তা ছানায় রূপান্তর করে চমচম তৈরি করেন। এরপর তা মিষ্টির রসে বেশ কিছুক্ষণ চুবিয়ে রাখেন। আলাদাভাবে তৈরি শক্ত মাওয়া ভেঙে ক্ষীর বানিয়ে চমচমের ওপর প্রলেপ দিয়ে তৈরি করা হয় সুস্বাদু ‘ক্ষীর চমচম’।

মিষ্টি ব্যবসায়ী গৌর ঘোষ জানান, বর্তমানে দুধ, চিনির দাম ও কারিগরদের মজুরি বেশি হওয়ায় ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে রাজবাড়ীর জনপ্রিয় সুস্বাদু ‘ক্ষীর চমচম’। তবে যেকোনো উৎসব-পার্বণে দাম আরও বেড়ে যায়।

রাজবাড়ী শহরে বেশ কিছু মিষ্টির দোকান থাকলেও ভাদু সাহা, রাজবাড়ী মিষ্টি বাড়ি ও শংকর সাহার চমচম সর্বত্র পরিচিত। চমচমের পাশাপাশি ছানার সন্দেশ, কাটারিভোগ, কালো জাম ও রসমালাইসহ বিভিন্ন রকমের মিষ্টি এসব দোকানে তৈরি হয়।

মিষ্টি ক্রেতা পাবনার জলিল মোল্লা ও কুমার খালীর আ. মান্নান শেখ জানান, ভাদু সাহা, রাজবাড়ী মিষ্টি বাড়ি ও শংকর সাহার ‘ক্ষীর চমচম’ খুবই সুস্বাদু। তাই তারা পাবনা ও কুমারখালী থেকে ‘ক্ষীর চমচম’সহ অন্যান্য মিষ্টি নিতে এসেছেন।

রাজবাড়ী মিষ্টি বাড়ির স্বত্বাধিকারী গৌর চন্দ্র ঘোষ জানান, প্রতিদিনই দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন ‘ক্ষীর চমচম’ কিনতে আসেন। তবে বাজারে চিনি, দুধ ও কারিগরদের মজুরি বেড়ে যাওয়ায় মিষ্টি ব্যবসায় বর্তমানে খুব একটা লাভ হচ্ছে না। তার দোকানে প্রতিদিন ১২ থেকে ১৪ মণ দুধের কাজ হয়। সামনে পূজা আছে। বেচাকেনা আরও বেশি হবে বলে আশা তার।

রাজবাড়ী জেলা স্যানিটারি পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক জানান, রাজবাড়ী শহরের ভাদু সাহা, শংকর সাহা ও রাজবাড়ী মিষ্টি বাড়ির মিষ্টির গুণগত মান ভালো ও সুস্বাদু। এসব দোকানের মিষ্টি রাজবাড়ী ছাড়াও দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১২:০৭:১২   ২০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সুনামগঞ্জ সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় নাগরিকের লাশ হস্তান্তর
নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, কুমিল্লায় ৩ বাসযাত্রী নিহত
ঈদের ছুটিতে কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকদের ঢল
সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
ফরিদপুরে সেপটিক ট্যাংক বসাতে গিয়ে মাটিচাপায় শ্রমিকের মৃত্যু
একটা সংগঠন করতাম, যেটা বলতে লজ্জা হয় : জামায়াত আমির
অন্তর্বর্তী সরকারের আমলেই গুমের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে : তথ্য উপদেষ্টা
প্রধান উপদেষ্টার চীন সফর বর্তমান সরকারের বড় সাফল্য : মির্জা ফখরুল
মিয়ানমার নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন
ঈদের পরদিনও রাজধানী ছাড়ছেন অনেকে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ