সংসদ সদস্যকে হত্যার হুমকি দেয়া চেয়ারম্যান গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংসদ সদস্যকে হত্যার হুমকি দেয়া চেয়ারম্যান গ্রেফতার
শুক্রবার, ৭ জুলাই ২০২৩



সংসদ সদস্যকে হত্যার হুমকি দেয়া চেয়ারম্যান গ্রেফতার

ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলকে হত্যার হুমকি দেয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলাউদ্দিন সরদারকে গ্রেফতার করেছে পুলিশ। হুমকি দেয়ার প্রায় ১ মাস পর বৃহস্পতিবার রাতে ঢাকার কদমতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (০৭ জুলাই) বিকেলে বোরহানউদ্দিন থানার ২টি চাঁদাবাজির মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে। আলাউদ্দিন সরদার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ জুন শনিবার ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুলকে সামাজিক যোগাযোগের মাধমে (ফেসবুকে) হত্যার হুমকি দেন পক্ষিয়া ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সরদার। সামাজিক যোগাযোগের মাধ্যমে হুমকির ভিডিও ভাইরাল হলে এলাকায় উত্তেজনা দেখা দেয়। ওই ঘটনায় কয়েকদিন বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও সচেতন নাগরিক ফোরাম মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করে আলাউদ্দিনকে গ্রেফতারের দাবি জানিযয়ে পুলিশকে দুই দফায় ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেয়।

হত্যার হুমকির ঘটনায় গত ৬ জুন সোমবার বোরহানউদ্দিন উপজেলা শাখা ছাত্রলীগের সভাপতি হাসান মুন্না বাদী হয়ে আলাউদ্দিন সরদারের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেন। তবে ৪৮ ঘণ্টার আল্টিমেটামের মধ্যে আলাউদ্দিন গ্রেফতার না হলেও ৩২ দিন পর বৃহস্পতিবার বোরহানউদ্দিন থানা পুলিশ ও ডিএমপির কদমতলী থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন মিয়া জানান, চাঁদাবাজিসহ দুইটি মামলায় আলাউদ্দিন সরদারকে ঢাকায় ডিএমপির কদমতলী থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বিকেলে ওই ২টি মামলায় তাকে আদালতে পাঠানো হয়।

এ ঘটনায় আলাউদ্দিনের বিরুদ্ধে মোট ৩টি মামলা হয়েছে। এর মধ্যে একটি মামলা উচ্চ আদালতের জামিনে আছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৯:৫৯:১৭   ১৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
কুয়াকাটায় প্লাস্টিক দূষনের ভয়াবহতা চরমে
বিনিয়োগ ও বাণিজ্য প্রসারে পর্যটনের অবদান অপরিসীম - হাসান আরিফ
মসজিদে নববীর আদলে গড়ে তোলা হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ - ধর্ম উপদেষ্টা
বাংলাদেশ চোখের সেবা সম্প্রসারণে অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস
এলডিসি দেশগুলোর জন্য ডলার বরাদ্দে ইইউর সমর্থন চাইল বাংলাদেশ
ইসলামী ব্যাংকের সঙ্গে হাব-এর মতবিনিময় সভা
আদানির সঙ্গে আড়াইশ’ কোটি মার্কিন ডলারের চুক্তি বাতিল কেনিয়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ