সিরিয়ার পূর্বাঞ্চলে মার্কিন ড্রোন হামলায় ইসলামিক স্টেট (আইএস) নেতা ওসামা আল-মুহাজের নিহত হয়েছেন।
রোববার (৯ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার চালানো ওই হামলার ফলে ওসামা আল-মুহাজেরের মৃত্যু হয় বলে রোববার মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) জানিয়েছে। অভিযানে কোনো বেসামরিক লোক নিহত হয়নি বলে দাবি তাদের।
সেন্টকম প্রধান জেনারেল মাইকেল কুরিলা বলেছেন, আমরা সমগ্র অঞ্চলে আইএসকে পরাজিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আইএস শুধুমাত্র এই অঞ্চলের জন্যই নয়, এই অঞ্চলের বাইরেও হুমকি হয়ে দাঁড়িয়েছে।
উল্লেখ্য, ২০১৪ সালে উত্থানের পর সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ এলাকা দখল করে নিজেদের রাজ্য ‘খিলাফত’ প্রতিষ্ঠা করে আইএস। কিন্তু ২০১৭ সালে সিরিয়া অংশে নিজেদের অধিকৃত অধিকাংশ এলাকা হারায় এই সন্ত্রাসীগোষ্ঠী। এরপর ২০১৯ সালে ইরাকের অধিকৃত অঞ্চলগুলোও তাদের হাতছাড়া হয়ে যায়। তবে এই গোষ্ঠীর গোপন হামলাকারী দল বা ‘স্লিপার সেল’ সিরিয়াসহ বিশ্বের অন্যান্য অঞ্চলে এখনও সক্রিয় রয়েছে।
বাংলাদেশ সময়: ১১:১৮:৫৪ ১১৪ বার পঠিত