আজ হতে সরিষাবাড়ী উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত

প্রথম পাতা » ছবি গ্যালারী » আজ হতে সরিষাবাড়ী উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত
বুধবার, ১২ জুলাই ২০২৩



আজ হতে সরিষাবাড়ী উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ী উপজেলা ভূমিহীন-গৃহহীন(ক-শ্রেণি) মুক্ত ঘোষণা করার লক্ষ্যে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা টাস্কফোর্স কমিটির সভার মধ্যদিয়ে ভূমিহীন ও গৃহহীন মুক্ত সরিষাবাড়ী উপজেলা ঘোষণা করা হয়।ঔ

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ সাদ্দাম হোসেন আশ্রায়ন -২ প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত বিষয়াদি উপস্থাপন করেন। পরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান বৃন্দ তাদের ইউনিয়নে নির্মিত আশ্রয়াণ প্রকল্পের আশ্রিতাদের নানাবিধ সমস্যা তুলে ধরেন এবং ইউনিয়ন পর্যায়ে আর কোন ভূমিহীন ও গৃহহীন নেই বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ডাঃ মুরাদ হাসান এমপি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান,পৌর মেয়র মনির উদ্দিন, ইউপি চেয়ারম্যান আবু তাহের, আব্দুস সালাম,বেলাল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ূন কবির, এলজিইডি কর্মকর্তা জাহিদুল ইসলাম ও কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ প্রমুখ।

এছাড়াও সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী হাসিনা ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশে কোন মানুষ ভূমিহীন ও গৃহহীন থাকবে না। সেই স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে সারা দেশের ন্যায় সরিষাবাড়ী উপজেলায় ক ও খ শ্রেণীর আওতায় ৩৭৩টি আশ্রায়ন প্রকল্পের ঘর নির্মাণ করে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে সরিষাবাড়ীতে ভূমিহীন ও গৃহহীন না থাকায় সরিষাবাড়ী উপজেলা কে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:৩০:২৭   ১৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পররাষ্ট্র সচিবের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রোজায় বাজার সহনশীল রাখার চেষ্টা করা হবে: বাণিজ্য উপদেষ্টা
দেশের যুবকদের কর্মসংস্থানে কাজ করতে চায় বিশ্বব্যাংক
সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
সাফজয়ী ঋতুপর্ণা-মণিকা ও রুপনা চাকমাকে রাঙ্গামাটিতে সংবর্ধনা
রাজু ভাস্কর্যে ঢামেক শিক্ষার্থীদের উপস্থিতি প্রেরণা জোগায়: আসিফ মাহমুদ
বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে: জোনায়েদ সাকি
আওয়ামী লীগ নেতাকর্মীদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন, জানালেন ফখরুল
৩ মাসে জ্বালানি খাতে ৩৭০ কোটি টাকা সাশ্রয়: জ্বালানি উপদেষ্টা
মালদ্বীপ-ভারত দ্বিপাক্ষিক লেনদেনে স্থানীয় মুদ্রা ব্যবহারে চুক্তি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ