শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট পরিদর্শনে ভুটানের স্বাস্থ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট পরিদর্শনে ভুটানের স্বাস্থ্যমন্ত্রী
বুধবার, ১২ জুলাই ২০২৩



শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট পরিদর্শনে ভুটানের স্বাস্থ্যমন্ত্রী

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেছেন ভুটানের স্বাস্থ্যমন্ত্রী ড‍াশো ডিসেন ওয়াংমো। বুধবার (১২ জুলাই) সকাল ১০টায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আসেন তিনি। এসময় তিনি দুই ঘণ্টা বার্ন ইনস্টিটিউটে অবস্থান করেন।

পরিদর্শনে আসার পর ভুটানের স্বাস্থ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদার, বার্ন ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ডা. রায়হানা আউয়াল ও জাতীয় সমন্বয়ক ডাক্তার সামন্ত লাল সেন।

শুরুতেই তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর হাসপাতালের ৯ তলায় বিভিন্ন রোগীদের দেখতে যান তিনি। পরে থ্রিডির মাধ‍্যমে বঙ্গবন্ধুর ভাষণ ও বঙ্গবন্ধু কর্নার ঘুরে দেখেন। পরিদর্শন শেষে প্রফেসর লুৎফর কাদের লেলিন হলে চিকিৎসকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে যোগদান করেন ওয়াংমো।

এসময় ভুটানের স্বাস্থ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট পরিদর্শন করে আমার খুবই ভালো লাগছে। ১৯৭১ সালে যুদ্ধের সময় ভুটান বাংলাদেশের পাশে ছিল। আমাদের ভুটানের প্রধানমন্ত্রী মনে করেন বাংলাদেশ তার সেকেন্ড হোম। কোভিড প‍্যানডামিক সিচুয়েশনে বাংলাদেশকে আমরা বন্ধু হিসেবে পাশে পেয়েছি। আমাদের প্রধানমন্ত্রীর জন্মদিন আগামী ২৮ সেপ্টেম্বর। এদিন বার্ন ও প্লাস্টিক সার্জারির ওপর একটি ক্যাম্প করতে আগ্রহী শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। বিষয়টি নিশ্চিত করতে ভুটান এবং বাংলাদেশ সরকার কাজ করছে। আমরা শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট ঘুরে দেখেছি। এখানে চিকিৎসকরা খুবই আন্তরিকভাবে কাজ করেন এবং আমরাও তাদের সঙ্গে কাজ করতে আগ্রহী।

এ বিষয়ে জানতে চাইলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন বলেন, আমরা বঙ্গবন্ধু শতবার্ষিকী উপলক্ষ্যে ভুটানে বার্ন ও প্লাস্টিকের ওপর একটি মেডিকেল ক্যাম্প করতে চেয়েছিলাম। তখন বাংলাদেশে ভুটানের প্রধানমন্ত্রী এসেছিলেন। পরবর্তীতে করোনার কারণে সেটি আর করা সম্ভব হয়নি। পরবর্তীতে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ-আলোচনা করে আমরা আবারো ভুটানে এর ওপর একটি মেডিকেল ক্যাম্প করার আগ্রহ প্রকাশ করি। প্রধানমন্ত্রী বলেছেন ভুটানে একটি মেডিকেল ক্যাম্প করতে। এ বিষয়ে ভুটানের স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করলে তিনি আজ আমাদের হাসপাতালে আসেন। তিনি অনেক খুশি হয়েছেন এবং বলেছেন বাংলাদেশের চিকিৎসক ও ভুটানের চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে ট্রেনিংয়ের ব্যবস্থা করবেন। এসময় হাসপাতালের বিভিন্ন চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৩৭:৩২   ৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
বন্দরের সাবদিতে যুবকের লাশ উদ্ধার
শামীম ওসমান দিল্লীর মাজারে কান্নাকাটি করছে: গিয়াসউদ্দিন
মালদ্বীপের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চায় বাংলাদেশ : প্রধান উপদেষ্টা
গাজায় ‘চূড়ান্ত বিজয়’ লাভের আগ পর্যন্ত অভিযান চলবে : নেতানিয়াহু
আমরা কাউকে বোকা মনে করি না: জামায়াত আমির
নতুন বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববাসীকে সম্পৃক্ত হওয়ার আহ্বান
জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)’র ৭৯তম অধিবেশনে প্রধান উপদেষ্টা-এর ভাষণের পূর্ণ বিবরণ
যত দ্রুত নির্বাচন হবে, ততোই দেশের মঙ্গল : বিএনপি মহাসচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ