এশিয়ান গেমসের জন্য বাংলাদেশের দল ঘোষণা

প্রথম পাতা » খেলাধুলা » এশিয়ান গেমসের জন্য বাংলাদেশের দল ঘোষণা
মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩



এশিয়ান গেমসের জন্য বাংলাদেশের দল ঘোষণা

এশিয়ান গেমস সামনে রেখে ২২ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সিনিয়রদের সাফের সেমিফাইনালে উঠার আত্মবিশ্বাস আশা দেখাচ্ছে ফুটবলারদের। এবার এশিয়ান গেমসেও ভালো খেলার ধারা বজায় রাখতে প্রত্যয়ী দল। এছাড়াও, এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স সামনে রেখে আগামী ২৩ আগস্ট শুরু হবে দলের আবাসিক ক্যাম্প।

দীর্ঘ ১৪ বছর পর সাফের সেমিফাইনালে উঠে নতুন একটা সম্ভাবনার দ্বার খুলেছে বাংলাদেশ ফুটবল দল। এবার সামনের পরীক্ষাগুলোতেও লেটার মার্কস পেতে মুখিয়ে লাল-সবুজ বাহিনী। সাফের পর এবার ব্যস্ত সূচি অনূর্ধ্ব-২৩ দলের। সামনে আছে এশিয়ান গেমস, আছে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স মিশনও।

১৯তম এশিয়ান গেমসকে সামনে রেখে প্রস্তুতিতে মনযোগী ফুটবলাররা। আগামী ১৯ সেপ্টেম্বর চীনের হাংজুতে বসবে এবারের আসর। এশিয়ান গেমসকে সামনে রেখে ২২ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে। যেখানে আছেন অভিজ্ঞ জামাল ভূঁইয়া। এছাড়াও আছেন ইসা ফয়সাল, মুরাদ হোসেন ও মিতুল মারমাসহ বেশকিছু নতুন মুখ।

এদিকে, এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের আসর বসতে যাচ্ছে থাইল্যান্ডে। আগামী ৪ সেপ্টেম্বর শুরু হওয়া এ আসরের পর্দা নামবে ১২ সেপ্টেম্বর। এই টুর্নামেন্টে বাংলাদেশের অবস্থান ‘এইচ’ গ্রুপে। যেখানে বাংলাদেশের সঙ্গে একই গ্রুপে আছে থাইল্যান্ড, মালয়েশিয়া ও ফিলিপিনস। এবারের আসর সামনে রেখে আগামী ২৩ আগস্ট শুরু হবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের আবাসিক ক্যাম্প।

বাংলাদেশের ২২ সদস্যের দল
মিতুল মারমা, মেহদী হাসান শ্রাবণ, পাপ্পু হোসেন, ইসা ফয়সাল, তানভীর হোসেন, শাকিল হোসেন, মুরাদ হোসেন, আতিকুজ্জামান, রাজীব হোসেন, শাহীন আহমেদ, আবু সাঈদ, তাজ উদ্দিন, শহিদুল ইসলাম, জায়েদ আহমেদ, জামাল ভূঁইয়া, রবিউল হাসান, মোহাম্মদ ইব্রাহিম, ফয়সাল আহমেদ ফাহিম, রফিকুল ইসলাম, আহমেদ পিয়ুস নোভা, সরোয়ার জামান নিপু ও জাফর ইকবাল।

বাংলাদেশ সময়: ১১:০৬:৩৭   ৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


চ্যাম্পিয়ন্স লিগ: ইন্টারের সাথে পয়েন্ট হারালো সিটি, শেষ মুহূর্তের গোলে পিএসজির জয়
বাংলাদেশ-ভারত: হাসানের তোপে প্রথম সেশন বাংলাদেশের
সিটির বিপক্ষে কী প্রতিশোধ নিতে পারবে ইন্টার?
দলের ভারসাম্য ভারতকে হারানোর আত্মবিশ্বাস যোগাচ্ছে : হাথুরুসিংহে
অবশেষে হারের মুখ দেখল বাংলাদেশ
চেন্নাই পৌঁছেছে বাংলাদেশ দল
হ্যাটট্রিক জয়ে দুই ম্যাচ আগেই সিরিজ জিতল বাংলাদেশ
তিন মাস পর মাঠে নেমেই মেসির জোড়া গোল
প্রথম টি২০’তে ইংল্যান্ডকে ২৮ রানে পরাজিত করেছে অস্ট্রেলিয়া
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় ক্রিকেটারদের সংবর্ধনা দিলেন প্রধান উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ