গত মৌসুমটা ছিল ম্যানচেস্টার সিটির জয়জয়কার। ট্রেবল জিতে ইউরোপের সেরা দলে পরিণত হয়েছে। তবে লিগে একসময় তারা ছিল দুই নম্বরে, আর কেউ ভাবেওনি শেষ পর্যন্ত লিগ শিরোপাও জিতবে তারা। তবে হয়েছে সেটাই। আর্সেনালকে পেছনে ফেলে লিগ শিরোপাটা নিজেদের কাছেই রেখেছে পেপ গার্দিওলার দল। তবে সবচেয়ে দামি স্কোয়াডের দিক থেকে সিটিকে ঠিকই পেছনে ফেলেছে গানাররা।
দলবদল, খেলোয়াড় ও ক্লাবের আর্থিক বিষয় নিয়ে নির্ভরযোগ্য ওয়েবসাইট ট্রান্সফারমার্কেট তাদের এক হিসাবে দেখিয়েছে, ইউরোপের সবচেয়ে দামি স্কোয়াড আর্সেনালের। বর্তমানে আর্সেনালের স্কোয়াড ভ্যালু ১২১ কোটি ইউরো। তালিকার দুইয়ে রয়েছে ম্যানচেস্টার সিটি। গত মৌসুমে ট্রেবলজয়ী দলটির স্কোয়াডের দাম ১১৯ কোটি ইউরো।
তিনে রয়েছে পিএসজি (১০২ কোটি ইউরো)। দামি স্কোয়াডের শীর্ষ দশ-এর তাকিলায় আধিপত্য রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের। শীর্ষ ১০ ক্লাবের ছয়টিই ইংল্যান্ডের। দুটি স্পেনের। আর একটি করে দল রয়েছে জার্মানি ও ফ্রান্সের। ইতালির কোনো দল শীর্ষ ১০-এ জায়গা করে নিতে পারেনি।
গত মৌসুমে লিগে দ্বিতীয় হয়েছে আর্সেনাল। আগামী মৌসুমে দলের শক্তি বাড়াতে এরই মধ্যে বেশকিছু ফুটবলার দলে টেনেছে তারা। যার মধ্যে রয়েছে ডেক্লান রাইস, কাই হাভার্টজ, জুরিয়েন টিম্বারের মতো ফুটবলাররা। ইংলিশ ক্লাব ওয়েস্ট হ্যাম থেকে ডেক্লান রাইসকে কিনতে ১০ কোটি পাউন্ড খরচ করেছে আর্সেনাল। আর চেলসি থেকে হাভার্টজকে দলে টেনেছে সাড়ে ৬ কোটি পাউন্ডে।
সবচেয়ে দামি ১০ স্কোয়াড:
দলের নাম স্কোয়াড ভ্যালু
১. আর্সেনাল (প্রিমিয়ার লিগ) ১২১ কোটি
২. ম্যানচেস্টার সিটি (প্রিমিয়ার লিগ) ১১৯ কোটি
৩. পিএসজি (লিগ ওয়ান) ১০২ কোটি
৪. রিয়াল মাদ্রিদ (লা লিগা) ৯৯ কোটি ১০ লাখ
৫. বায়ার্ন মিউনিখ (বুন্দেসলিগা) ৮৯ কোটি ৪৫ লাখ
৬. চেলসি (প্রিমিয়ার লিগ) ৮৬ কোটি ৮৫ লাখ
৭. বার্সেলোনা (লা লিগা) ৮৬ কোটি ৮৫ লাখ
৮. লিভারপুল (প্রিমিয়ার লিগ) ৮৪ কোটি ৬৮ লাখ
৯. ম্যান ইউনাইটেড (প্রিমিয়ার লিগ) ৮৩ কোটি ৩৮ লাখ
১০. টটেহ্যাম (প্রিমিয়ার লিগ) ৭৭ কোটি ৩৩ লাখ
বাংলাদেশ সময়: ১৩:৪৬:৩৫ ১০১ বার পঠিত