বন্দরে বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণ, গ্রেপ্তার ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণ, গ্রেপ্তার ২
বুধবার, ১৯ জুলাই ২০২৩



বন্দরে বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণ, গ্রেপ্তার ২

বন্দরে বিয়ের প্রলোভনে কিশোরী প্রেমিকা(১৩) কে একাধিকবার ধর্ষণের অভিযোগে দেবাশিস চন্দ্র দাস (২১) ও তার বন্ধু আল আমিন (২০) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (১৯) জুলাই দুপুরে ধর্ষণের শিকার ওই কিশোরীর পিতা বিজয় কুমার দে বাদী হয়ে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন।

গ্রেপ্তারকৃত প্রেমিক দেবাশিস চন্দ্র দে কুমারপাড়া এলাকার মানিক চন্দ্র দাসের ছেলে ও তার বন্ধু আলআমিন জামাইপাড়া এলাকার জাকির খানের ছেলে।

মামলা সূত্রে জানা যায়,বন্দর সিরাজদৌল্লাহ মাঠ সংলঘ্ন নাজির কাজীর বাড়ির ভাড়াটিয়া হিসেবে বিজয় কুমার দাস বেশ কিছুদিন যাবৎ বসবাস করে আসছে। পেশায় সে একজন ফুল ব্যবসায়ী। তার বাড়ির পাশেই উজ্জল নামে এক ব্যাক্তির সাউন্ডবক্সের দোকান।

উজ্জলের দোকানে কাজ করত দেবাশিস চন্দ্র দাস নামে এক যুবক। বিজয় কুমার দাসের বাড়ির পাশেই তার শ^শুরবাড়ি হওয়ায় তার কিশোরী মেয়ে তার শ^শুরবাড়িতে আসা যাওয়ার সুবাদে সাউন্ডবক্সের দোকানে কর্মরত দেবাশিস চন্দ্র দাস এর সাথে ওই কিশোরীর সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে তাদের সাথে প্রেমের সম্পর্ক তৈরী হয়।

প্রেমিক দেবাশিস চন্দ্র দাস তার মোবাইলে ওই কিশোরীর অন্তরঙ্গ মুহুর্তে ছবি উঠিয়ে কুপ্রস্তাব দেয়। পরে লম্পট দেবাশিস চন্দ্র দাস ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ১১জুলাই বিকেল ৫টায় তার বন্ধু আলআমিনের সহযোগিতায় জামাইপাড়া টিটু মিয়ার ভাড়াটিয়া বাড়ির ফ্ল্যাটের ৫ম তলায় বসতঘরে নিয়ে একাধিকবার ধর্ষণ করে।

পরে বিয়ের কথা বললে দেবাশিস চন্দ্র দাস টালবাহানা শুরু করেন। বিয়ের জন্য বিভিন্ন ধরনের চাপ দেওয়া হলেও রাজি না হওয়ায় অবশেষে ওই কিশোরীর পিতা বিজয় কুমার দে বাদী হয়ে ৮দিন পর প্রেমিক দেবাশীষ চন্দ্র দে ও তার বন্ধু আলআমিনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

এ ব্যাপারে বন্দর থানার ওসি আবু বকর ছিদ্দিক বলেন,এ ঘটনায় বন্দর থানায় মামলা হয়েছে। সেই সঙ্গে মামলায় অভিযুক্ত দেবাশিস চন্দ্র দাস(২১) ও তার বন্ধু আল আমিন(২০) কে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এ ছাড়া ধর্ষণের শিকার ওই কিশোরীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:১৫:২৩   ২৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জাতীয় নাগরিক কমিটির নেত্রীকে পুলিশে সোপর্দ ,কমিটি থেকে বহিস্কার
বিনিয়োগ সামিটকে পূর্ণাঙ্গভাবে সফল করতে সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করা হবে: বিডা
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল
আহাম্মদ আলী রেজা রিপনের আত্মার মাগফেরাত কামনায় দোয়া
এবার প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই: ডিসি
আল্লাহতালা যেন অত্যাচারি, গণহত্যাকারী রাষ্ট্রকে ধ্বংস করে দেয়: গিয়াসউদ্দিন
২৪ এপ্রিল থেকে সরকারিভাবে ধান কেনা শুরু হবে : কৃষি উপদেষ্টা
রাজধানীতে বিঝু, বৈসু, সাংগ্রাই, চাংক্রান, বিষু মেলার উদ্বোধন পার্বত্য উপদেষ্টার
বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খুঁজে দেখছে পাকিস্তানের শিল্পগোষ্ঠী এনগ্রো
জ্বালানি সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা-আলজিয়ার্সের ‘জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ’ গঠনে গুরুত্বারোপ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ