বিভিন্ন বন্দর ও জেলাসমূহ রেল যোগাযোগ ব্যবস্থায় সংযুক্ত করা হবে : রেলপথ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিভিন্ন বন্দর ও জেলাসমূহ রেল যোগাযোগ ব্যবস্থায় সংযুক্ত করা হবে : রেলপথ মন্ত্রী
বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩



বিভিন্ন বন্দর ও জেলাসমূহ রেল যোগাযোগ ব্যবস্থায় সংযুক্ত করা হবে : রেলপথ মন্ত্রী

রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, বিভিন্ন বন্দর ও জেলাসমূহ রেল যোগাযোগ ব্যবস্থায় সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের।
তিনি বলেন, ‘বিশ্বের যত উন্নত দেশ রয়েছে, তাদের রেল যোগাযোগ ব্যবস্থাও তত উন্নত। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দেশের বিভিন্ন সেক্টরের উন্নয়নের পাশাপাশি রেলওয়ের উন্নয়ন করেছেন।’
আজ লাকসাম রেলওয়ে স্টেশনে, লাকসাম থেকে আখাউড়া পর্যন্ত ডাবল লাইন নির্মাণ প্রকল্পের আওতায় নবনির্মিত ৭২ কিলোমিটার ডুয়েলগেজ ডাবল লাইনে ট্রেন চলাচল উদ্বোধন অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করেছিলেন। এর পর রেলওয়েকে ধ্বংস করা হয়েছে। প্রধানমন্ত্রী রেলওয়ের উন্নয়নের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন যার ফলে রেলওয়ের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। ইলেকট্রিসিটি ব্যবহার করে ঢাকা- নারায়ণগঞ্জ ,ঢাকা- চট্টগ্রাম এবং টঙ্গী - জয়দেবপুর ট্রেন চলাচলের জন্য তুরস্কের সাথে চুক্তি স্বাক্ষর হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী সামাজিক নিরাপত্তা বেষ্টনী আওতায় বিভিন্ন ভাতা দিচ্ছেন। একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে দরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তন করেছেন। ডিজিটাল বাংলাদেশ গঠন এবং গ্রামের প্রত্যন্ত অঞ্চলে রাস্তা-ঘাট নির্মাণ করেছেন। নির্মাণাধীন যমুনা নদীর বঙ্গবন্ধু রেলসেতু, চট্টগ্রাম থেকে কক্সবাজার রেললাইন প্রকল্প, পদ্মা রেল প্রজেক্টসহ রেলওয়ের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরেন তিনি।
মন্ত্রী বলেন, ষড়যন্ত্রকারীরা দেশের উন্নয়ন ব্যহত করার কাজে লিপ্ত রয়েছে। তারা আবার সন্ত্রাসী হামলা ও জ্বালাও-পোড়াও করার চেষ্টা করছে। বঙ্গবন্ধুর হত্যাকারীদের যারা আশ্রয় দিয়েছে, আজকেও তারা স্বড়যন্ত্রে লিপ্ত। তাই তারা এখন হিরো আলমকে নিয়ে বিবৃতি দিচ্ছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডুয়েলগেজ ডাবল লাইনে ট্রেন চলাচল উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ২১:১০:৩০   ১৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


একনেকে ১৩ হাজার ৫২৫ কোটি টাকা ব্যয়ে বে টার্মিনাল নির্মাণ প্রকল্প অনুমোদন
আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দেখে আমি মুগ্ধ : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
পর্দায় জীবনের গল্প, সত্য ঘটনায় নির্মিত এই ৮টি ছবি দেখেছেন কি?
বিগত নির্বাচনে যেসব কর্মকর্তা জড়িত ছিল তাদের বিচারের দাবি এনসিপির
মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম
সাভারে বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১
টানা দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, একমত বিএনপি
অন্তর্বর্তী সরকারের বেশি দিন ক্ষমতায় থাকার সুযোগ নেই: আব্দুস সালাম
শেখ হাসিনার বিরুদ্ধে যেকোনো সময় তদন্ত প্রতিবেদন দাখিল
ঐকমত্য কমিশনের সুপারিশের পর ইসিকে নির্বাচনী কাজ শুরুর আহ্বান এনসিপির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ