তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বিভিন্ন ওয়েবসাইটে আমরা ব্যক্তিগত তথ্য সাবমিট করে থাকি এবং সে আমাদের তথ্যগুলো ব্যবহার করতে পারবে এমন একটা অনুমতি দিয়ে থাকি। এ জন্যই আমরা ডাটা প্রটেকশন অ্যাক্টের (তথ্য সুরক্ষা আইন) খসড়া করছি। যেন সরকারি-বেসরকারি কেউ ব্যক্তিগত তথ্য ব্যবহার করতে না পারে।
সোমবার (২৪ জুলাই) আইসিটি ভবনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, বিভিন্ন ওয়েবসাইটে আমরা ব্যক্তিগত তথ্য সাবমিট করে থাকি এবং সে আমাদের তথ্যগুলো ব্যবহার করতে পারবে এমন একটা অনুমতি দিয়ে থাকি। এ জন্যই আমরা ডাটা প্রটেকশন অ্যাক্টের (তথ্য সুরক্ষা আইন) খসড়া করছি। যেন সরকারি-বেসরকারি কেউ ব্যক্তিগত তথ্য ব্যবহার করতে না পারে।
তথ্যফাঁসের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে কি না এমন প্রশ্নে তিনি বলেন, আইনি ব্যবস্থা নেয়ার সুপারিশ আমরা করিনি। এটা মূলত যে প্রতিষ্ঠানের অধীনে হয়েছে,তারা জুডিশিয়াল পদক্ষেপ নেওয়ার অধিকার রাখে।
বাংলাদেশ সময়: ১৬:২০:৪৫ ১৩৯ বার পঠিত