জাহিদ হাসানকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য মাহফুজের!

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাহিদ হাসানকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য মাহফুজের!
মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩



জাহিদ হাসানকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য মাহফুজের!

সম্প্রতি জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন আরেক জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। মূলত একটি সিনেমার চরিত্রকে কেন্দ্র করে ছিল মন্তব্যটি।

প্রয়াত সাহিত্যিক-নির্মাতা হুমায়ূন আহমেদ অনেক ভালো ভালো সিনেমাই দর্শকদের উপহার দিয়েছেন। যার একটি ‘আমার আছে জল’। এ সিনেমায় জাহিদ হাসান একটি বিশেষ চরিত্রে অভিনয় করেন। ওই চরিত্রটিতে অভিনয় করার কথা ছিল মাহফুজের!

মাহফুজ বলেন, ‘আমার আছে জল’ সিনেমায় জাহিদ হাসান যে চরিত্রে অভিনয় করেছে ওই চরিত্রটা নিয়ে আমার সঙ্গে সব কিছু ফাইনাল ছিল। সিনেমা শুরুর আগে আমি আমার স্ত্রীর সাথে দেখা করতে অস্ট্রেলিয়া যাই। এসে শুনি আমি চরিত্রটা করছি না।

‘এ ঘটনার পর ‘আমার আছে জল’ সিনেমায় ফেরদৌস যে চরিত্রে অভিনয় করেছিল সে চরিত্রটি আমাকে করতে বলা হয়। কিন্তু আমি করিনি।’

এ সময় মাহফুজ বেশ হতাশা ব্যক্ত করে বলেন, ‘পরে আমি শুনি জাহিদ হাসান খাসি জবাই করে খাইয়ে বলেছে, এটা তার স্বপ্নের ক্যারেক্টর ছিল।’

আক্ষেপ করে মাহফুজ আরও বলেন, ‘বিষয়টি জাহিদ আমাকে বললে ভালো হতো। যদি ও বলতো- মাহফুজ আমি করতে চাই তুই ওটা কর। তাহলে আমি খুশি হতাম!’

এক সাক্ষাৎকারে বন্ধু জাহিদকে নিয়ে স্মৃতিচারণ করতে করতেই মুখ ফসকে এমন মন্তব্য করে বসেন মাহফুজ। এরপরই তিনি বুঝতে পারেন বিষয়টি বলা তার উচিত হয়নি। এজন্য অন্য আরেকটি অনুষ্ঠানে বন্ধু জাহিদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।

ক্ষমা চাওয়ার বিষয়ে সংবাদমাধ্যমকে মাহফুজ জানান, ‘আমি জাহিদকে টেক্সট করেছি, ফোন করেছি। বলেছি, ভুল করেছি। সে গ্রহণ করবে কি করবে না তা পুরোটাই তার বিষয়!’

বাংলাদেশ সময়: ১৪:৫৪:৫৬   ১৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
দেশে ইলেকশন আনার চেষ্টা করতেছি আমি একা : ফজলুর রহমান
রূপগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার
তরুণদের ‘থ্রি-জিরো’ ব্যক্তি হিসেবে নিজেকে তৈরির আহ্বান জানালেন ড. ইউনূস
জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি প্রস্তুত: গিয়াসউদ্দিন
রূপগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুট, ১০ জনকে কুপিয়ে জখম
অপরাধীদের ধরতে চাষাড়ায় সিসিটিভি ক্যামেরা স্থাপন
বিমসটেকের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
সাতক্ষীরায় প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান
পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নে সব সময় আন্তরিক সরকার : সুপ্রদীপ চাকমা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ