খুলনা বিভাগের ৫ জেলার প্রতিযোগীদের অংশগ্রহণে ঝিনাইদহে শ্রীমদ্ভগবত গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা বিভাগের আয়োজনে শুক্রবার (২৮ জুলাই) সকালে ঝিনাইদহের শ্রী শ্রী মদনমোহন মন্দির প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কনক কান্তি দাস, জেলা শাখার সভাপতি নারায়ণ চন্দ্র বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক শুভাশীষ বিশ্বাস সাধন, সাংগঠনিক সম্পাদক তাপস কুমার কুন্ডু, সদস্য বিপ্লব কুমার সাহা, মাগুরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ বাপী প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, মাগুরা ও কুষ্টিয়া জেলার ৩০ প্রতিযোগী দুই ক্যাটাগরিতে গীতা পাঠ ও লেখা প্রতিযোগিতায় অংশ নেয়।
শিশু-কিশোরদের সনাতন ধর্মপ্রচার, গীতা পাঠে মনোযোগী করা ও গীতা শুদ্ধ উচ্চারণের লক্ষ্যেই এ আয়োজন বলে জানান আয়োজকরা।
বাংলাদেশ সময়: ১৭:৫৫:৩৯ ১২৬ বার পঠিত