ভারতের মহারাষ্ট্রের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ছয় জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (২৮ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে রাজ্যের বুলধানা জেলায় এই দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
পুলিশ জানিয়েছে, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে বুলধানার মালকাপুর এলাকায় নান্দুর নাকা ফ্লাইওভারে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ছয় জনের প্রাণহানি ঘটে। এছাড়াও আহত হয়েছেন অন্তত ২০ জন।
মহারাষ্ট্রের নাশিক জেলার কর্মকর্তারা জানান, বাস দুটির মধ্যে একটি বালাজি ট্রাভেলস কোম্পানির এবং অন্যটি রয়াল ট্রাভেলসের। এর মধ্যে বালাজি ট্রাভেলস কোম্পানির বাসটি হিংগোলি জেলা থেকে অমরনাথ যাত্রার তীর্থযাত্রীদের নিয়ে ফিরছিলেন। বাস দুটি নান্দুর নাকা ফ্লাইওভারে মুখোমুখি সংঘর্ষিত হয়।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এতে ছয় জন যাত্রী নিহত হয়েছেন। আহত ২০ জন যাত্রীকে বুলধানার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও দুর্ঘটনায় সামান্য আহত ৩২ জন যাত্রীকে কাছাকাছি অবস্থিত একটি গুরুদুয়ারাতে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। নিহতদের মধ্যে অমরনাথ যাত্রা থেকে ফেরা বাসটির চালকও রয়েছে।
হাইওয়ে পুলিশ বলেন, রাস্তা থেকে বাস দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
সম্প্রতি বুলধানা জেলায় সড়ক দুর্ঘটনার সংখ্যা বেড়ে গেছে। এর আগে ১ জুলাই বুলধানা জেলায় বাসে আগুন লেগে অন্তত ২৫ জনের মৃত্যু হয়। আর ২৩ জুলাই জেলার নাগপুর-পুনে মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে সাত জন নিহত ও ১৪ জন আহত হন।
বাংলাদেশ সময়: ১৩:২৯:২২ ১১৮ বার পঠিত