সরিষাবাড়ীতে প্রিন্সিপাল আব্দুর রশিদের গণ মিছিল ও গণসমাবেশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে প্রিন্সিপাল আব্দুর রশিদের গণ মিছিল ও গণসমাবেশ
শনিবার, ২৯ জুলাই ২০২৩



সরিষাবাড়ীতে প্রিন্সিপাল আব্দুর রশিদের গণ মিছিল ও গণসমাবেশ

জামালপুর প্রতিনিধি : সম্প্রতি সারাদেশে বিএনপি ও জামায়াতের নৈরাজ্য,সন্ত্রাস, অগ্নিসংযোগ ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে জামালপুরের সরিষাবাড়ীতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আব্দুর রশিদের নেতৃত্বে এক বিশাল গণ মিছিল ও গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ জুলাই) বিকালে পবিত্র হজ্জ পালনের পর এলাকায় এসে দলীয় নেতা কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও সারাদেশে বিএনপি ও জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এক বিশাল গণ মিছিল ও গণ সমাবেশ করেন তিনি।

গণসমাবেশটি অনুষ্ঠিত হওয়ার পূর্বে সরিষাবাড়ী পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে তৃণমূলের নৌকা সমর্থিত নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে এসে সমবেত হন। পরে প্রিন্সিপাল আলহাজ্ব মোঃ আব্দুর রশিদের নেতৃত্বে প্রায় ১০ সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিতিতে এক বিশাল গণ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের ঐতিহ্যবাহী শিমলা বাজারসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সম্মুখে এসে সমবেত হয়।

এসময় পৌরসভার সুযোগ্য মেয়র মনির উদ্দিন এর সভাপতিত্বে গণ সমাবেশটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মিজানের সঞ্চালনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও তেজগাঁও কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ। এছাড়াও অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তেজগাঁও কলেজের অধ্যক্ষ ড. হারুন অর রশিদ।

অনুষ্ঠানে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ, ইউপি চেয়ারম্যানগণ,উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ ছাত্রলীগ, যুবলীগ ও কৃষকলীগ সহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রিন্সিপাল আব্দুর রশিদ বলেন, বাংলাদেশ এখন সর্বক্ষেত্রে দুর্বার গতিতে এগিয়ে চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশপ্রেম ও নির্ভীক দূরদর্শী নেতৃত্বের কারণে আজ বাংলাদেশ আলোকিত দিগন্তের এক উদীয়মান সূর্য। তিনি সব সময় দেশের মানুষের কথা ভাবেন এবং দেশের মানুষের জন্যই কাজ করেন।

এছাড়াও অধ্যক্ষ আব্দুর রশিদ প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে যারা গণ মিছিল ও গণসমাবেশে অংশ নিয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে সকলকেই সাথে থাকার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ২৩:৫৮:৫৭   ১৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দেখে আমি মুগ্ধ : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
পর্দায় জীবনের গল্প, সত্য ঘটনায় নির্মিত এই ৮টি ছবি দেখেছেন কি?
বিগত নির্বাচনে যেসব কর্মকর্তা জড়িত ছিল তাদের বিচারের দাবি এনসিপির
মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম
সাভারে বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১
টানা দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, একমত বিএনপি
অন্তর্বর্তী সরকারের বেশি দিন ক্ষমতায় থাকার সুযোগ নেই: আব্দুস সালাম
শেখ হাসিনার বিরুদ্ধে যেকোনো সময় তদন্ত প্রতিবেদন দাখিল
ঐকমত্য কমিশনের সুপারিশের পর ইসিকে নির্বাচনী কাজ শুরুর আহ্বান এনসিপির
ঝামেলামুক্ত ঈদ উপহার দেওয়ায় কর্মকর্তাদের ধন্যবাদ প্রধান উপদেষ্টার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ