রবিবার, ৩০ জুলাই ২০২৩

‘লাইব্রেরী কমিটি’র ৬ষ্ঠ বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘লাইব্রেরী কমিটি’র ৬ষ্ঠ বৈঠক
রবিবার, ৩০ জুলাই ২০২৩



‘লাইব্রেরী কমিটি’র ৬ষ্ঠ বৈঠক

ঢাকা, ৩০ জুলাই ২০২৩ : একাদশ জাতীয় সংসদের ‘লাইব্রেরী কমিটি’র ৬ষ্ঠ বৈঠক আজ কমিটির সভাপতি ও ডেপুটি স্পীকার মোঃ শামছুল হক টুকু এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য মোঃ ছানোয়ার হোসেন, মুহাম্মদ শফিকুর রহমান, ফখরুল ইমাম এবং মোকাব্বির খান বৈঠকে অংশগ্রহণ করেন।

লাইব্রেরি কমিটির ৫ম বৈঠকের গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন-অগ্রগতি পর্যালোচনা, লাইব্রেরী কমিটির ০২ নং সাব কমিটির প্রতিবেদন পর্যালোচনা ও উত্থাপন, সংসদ লাইব্রেরী কে ডিজিটাল লাইব্রেরীতে রূপান্তরের কার্যক্রম এবং সংসদ লাইব্রেরীর জন্য পুস্তক ক্রয় সংক্রান্ত বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে ০২ নং সাব কমিটির প্রতিবেদন উপস্থাপন ও পর্যালোচনা করা হয়। সাব কমিটির বাছাইকৃত ১০২টি বই ক্রয়ের সুপারিশ করা হয়।

সংসদ লাইব্রেরিকে আধুনিকায়ন করতে কী কী পদক্ষেপ নেয়া প্রয়োজন এবং বর্তমানে সংসদ লাইব্রেরিতে কী কী রিসোর্স আছে সে বিষয়ে বাজেটসহ ধারণাপত্র তৈরি করে আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।

বৈঠকে অতিরিক্ত সচিব মাহবুবা পান্নাসহ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এর সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:২৯:৩৪   ১৬৭ বার পঠিত