এবারও গ্রুপ পর্ব থেকে বিদায় আর্জেন্টিনার

প্রথম পাতা » খেলাধুলা » এবারও গ্রুপ পর্ব থেকে বিদায় আর্জেন্টিনার
বুধবার, ২ আগস্ট ২০২৩



এবারও গ্রুপ পর্ব থেকে বিদায় আর্জেন্টিনার

হতাশাজনক এক ফল নিয়ে বিশ্বকাপ মিশন শেষ করল আর্জেন্টিনা। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে এক পয়েন্ট পাওয়া আর্জেন্টিনা আশা জিইয়ে রেখেছিল শেষ ম্যাচ পর্যন্ত। তবে শেষ ম্যাচে সুইডেনের কাছে ২-০ গোলে হারে এবারও বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হল লা আলবিসেলেস্তেদের।

নকআউট পর্বে যেতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় ভিন্ন কোন পথ খোলা ছিল না আর্জেন্টিনার কাছে। তবে শেষ ম্যাচেও সমর্থকদের হতাশ করেছে আর্জেন্টিনার নারীরা। প্রথম হাফে সুইডেনকে গোল করা থেকে আটকিয়ে রাখলেও, দ্বিতীয় হাফে দুই গোল হজম করে তারা।

ম্যাচের ৬২ মিনিটে ডানপ্রান্ত থেকে আসা ক্রসে মাথা ছুঁইয়ে সুইডেনকে এগিয়ে দেন রেবেকা ব্লুমভিস্ট। এটি চলতি বিশ্বকাপে তার দ্বিতীয় গোল। আর ম্যাচের ৯০তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনার আশা একেবারে শেষ করে দেন এলিন রুবেনসন। এই দুই গোলের জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ড নিশ্চিত করে সুইডেন। আর আরও একবার গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয় আর্জেন্টিনার নারীদের।

গ্রুপ পর্বে টেবিলের তলানিতে থেকেই বিদায় নিতে হল আর্জেন্টিনাকে। ফিফা নারী বিশ্বকাপের যাত্রা শুরু ১৯৯১ সালে। আর্জেন্টিনার মেয়েরা প্রথম বার সুযোগ পায় ২০০৩ সালে। পরের আসরেও বিশ্ব আসরে জায়গা করে নেয় তারা। এরপর আবার দুই আসার কোয়ালিফাই করতে ব্যর্থ হয়। ৮ বছরের বিরতি দিয়ে তারা আবার ২০১৯ সালে সুযোগ পায়।

তবে আগের তিনবারই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল তাদের। এবারই তার ভিন্ন কিছু হল না। এদিকে ‘জি’ গ্রুপের আরেক নাটকীয় ম্যাচে ইতালিকে ৩-২ গোলে হারিয়ে পরের রাউন্ড নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ সময়: ১৭:০৩:৪৬   ১০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


প্রথম দিনে আইপিএলের নিলামে উঠবে ৮৪ ক্রিকেটার
১৮ মিনিটেই ডি মারিয়ার হ্যাটট্রিক, দৃষ্টিনন্দন বাইসাইকেল গোল
সাফজয়ী ঋতুপর্ণা-মণিকা ও রুপনা চাকমাকে রাঙ্গামাটিতে সংবর্ধনা
সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা
অজি পেসারদের তোপে ১৫০ রানে অলআউট ভারত
ফেডারেশন কাপের একই গ্রুপে আবাহনী ও মোহামেডান
ভেনেজুয়েলার পর উরুগুয়ের বিপক্ষেও ড্র ব্রাজিলের
পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা
২১০তম ম্যাচের পর ‘প্রথম’ জয় র‌্যাংকিংয়ের ২১০তম দলের
উরুগুয়ে ম্যাচের একদিন আগেই একাদশ প্রকাশ ব্রাজিলের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ