ভয়াবহতা কমলেও যক্ষার অস্তিত্ব এখনো রয়েছে – ডেপুটি স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভয়াবহতা কমলেও যক্ষার অস্তিত্ব এখনো রয়েছে – ডেপুটি স্পীকার
শনিবার, ৫ আগস্ট ২০২৩



ভয়াবহতা কমলেও যক্ষার অস্তিত্ব এখনো রয়েছে – ডেপুটি স্পীকার

ঢাকা, ০৫ জুলাই, ২০২৩ : বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু, এমপি বলেন, যক্ষা এক সময় ছিল আতঙ্কের নাম। সরকারের বিনামূল‌্যে চিকিৎসা সেবা প্রদানের ফলে জনগনের মাঝে কিছুটা স্বস্তি এসেছে তবে এর অস্তিত্ব এখনো রয়ে গেছে। করোনার পরই সর্বোচ্চ মৃত‌্যুর হার যক্ষা রোগে আক্রান্ত ব‌্যাক্তিদের। সংসদ সদ‌্যদের দায়িত্ব হচ্ছে যক্ষা সম্পর্কে জনগণের মাঝে ব‌্যাপক সচেতনতা গড়ে তোলা।

আজ (শনিবার) জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি (এন, টি, পি) এর নেতৃত্বে এবং স্টপ ঢিবি পার্টনারশীপ-ইউএনওপিএস-এর সহযোগিতায় আইসিডিডিআর,বি এবং প্রিপ ট্রাস্ট এর উদ্যোগে আয়োজিত যক্ষা নির্মূলে সংসদী ককাসের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পীকার এসব কথা বলেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আ. ফ. ম. রুহুল হক, সড়ক পরিবহণ ও সেতু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রওশন আরা মান্নান, যক্ষা নির্মূলে সংসদীয় ককাসের চেয়ারম্যান ডাঃ মোঃ হাবিবে মিল্লাত, যক্ষা নির্মূলে সংসদী ককাসের সদস্য সচিব আরমা দত্ত, ফখরুল ইমাম, পংকজ নাথ, মোছাঃ শামীমা আক্তার খানম, বাসন্তী চাকমা, লুৎফুন নেসা খান, ফেরদৌসী ইসলাম, আদিবা আনজুম মিতা, আরমা দত্ত, নার্গিস রহমান এবং কানিজ ফাতেমা আহমেদ সংসদ সদস্যগণ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

ডেপুটি স্পীকার বলেন, বর্তমানে ডেঙ্গুর ছোবলে আক্রান্ত দেশ। ডেঙ্গু মুক্ত থাকতে হলে আমাদের পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। ডেঙ্গু মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে হবে। একই ভাবে যক্ষা সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। আক্রান্ত হওয়ার সন্দেহ দেখা দিলে সাথে সাথে সরকারী হাসপাতালে বিনামূল‌্যে রোগের পরীক্ষা ও আক্রান্ত ব‌্যক্তিকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী পূর্ণ চিকিৎসা গ্রহণ করতে হবে। আর সংসদ সদস‌্যগণের দায়িত্ব হলো যক্ষা নির্মূলে সবার ভাবনাগুলো সরকারের নিকট তুলে ধরা।

মোঃ শামসুল হক টুকু, এমপি বলেন- সবাই যেন স্বাস্থ‌্যসম্মত জীবন যাপন করতে পারে সে লক্ষ‌্যে শহরের বস্তিবাসীদের জন্য সরকারের পক্ষ থেকে ধীরে ধীরে উচু দালানের ব্যবস্থা করা হচ্ছে। বিকল্প ব্যবস্থা না করে তাঁদের উচ্ছেদ করা সম্ভব নয়। সরকার নিজস্ব পরিকল্পনা অনুযায়ী সবার জীবনমান উন্নয়নের চেষ্টা করছে।

বিশেষ অতিথি ও জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচীর প্রোগ্রাম ম্যানেজার ডাঃ আফজালুর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। এছাড়া অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে ০১ মিনিট নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে আইসিডিডিআর`বির সিনিয়র টিবি মিটিগেশন এন্ড কোর্ডিনেশন এডভাইজার, ডা. আজহারুল ইসলাম খান এর সঞ্চালনায় আইসিডিডিআর`বি ও প্রিপ ট্রাস্টসহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:৪৩:৫২   ৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
২৭ টি ওয়ার্ডের কাউন্সিলরদের দায়িত্ব পালনে নগর ভবনে ১৭ সদস্যের কমিটি
সংযুক্ত আরব আমিরাতে আরো বেশি জনশক্তি নেয়ার আহবান স্বরাষ্ট্র উপদেষ্টার
ডিজিটাল সেক্টরে কর্মক্ষেত্র তৈরি করতে চায় সরকার : উপদেষ্টা নাহিদ ইসলাম
জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
প্রাণী রক্ষায় মানুষ আর প্রাণীর বিভাজন নয় : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
আগামী মাস থেকে সুপারশপগুলোতে পাটের ব্যাগ চালু হবে : বস্ত্র ও পাট উপদেষ্টা
উভয় পক্ষকে উত্তেজনা কমানোর আহ্বান গুতেরেসের
বিশ্বব্যাংক বাংলাদেশের ক্লিন এয়ার প্রকল্পের জন্য ৩০ কোটি মার্কিন ডলার দেবে : পরিবেশ উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ