রবিবার, ৬ আগস্ট ২০২৩

সাত বছরের চুক্তিতে ব্রাইটন থেকে গোলরক্ষক সানচেজকে দলে নিল চেলসি

প্রথম পাতা » খেলাধুলা » সাত বছরের চুক্তিতে ব্রাইটন থেকে গোলরক্ষক সানচেজকে দলে নিল চেলসি
রবিবার, ৬ আগস্ট ২০২৩



সাত বছরের চুক্তিতে ব্রাইটন থেকে গোলরক্ষক সানচেজকে দলে নিল চেলসি

ব্রাইটন থেকে শনিবার স্প্যানিশ গোলরক্ষক রবার্ট সানচেজকে সাত বছরের চুক্তিতে দলে ভেড়ানোর ঘোষনা দিয়েছে চেলসি।
গত মৌসুমের দ্বিতীয় ভাগে সানচেজ ব্রাইটনে জেসন স্টিলের কাছে নিজের জায়গা হারিয়েছিলেন। এডুয়ার্ড মেন্ডি সৌদি আরবের ক্লাব আল-আহলিতে চলে যাওয়ায় সানচেজকে এখন চেলসিতে কেপা আরিজাবালাগার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে মূল দলে জায়গা করে নিতে হবে।
চেলসি দুই স্পোর্টিং ডিরেক্টর পল উইন্সট্যানলি ও লরেন্স স্টুয়ার্ট বলেছেন, ‘আমরা রবার্টকে চেলসিতে স্বাগত জানাতে পেরে অত্যন্ত আনন্দিত। দলের গোলকিপিং ইউনিটকে তিনি আরো বেশী সমৃদ্ধ করবে বলেই আমাদের বিশ্বাস। প্রিমিয়ার লিগে রবার্ট বারবার নিজেকে প্রমান করেছেন এবং নিজ দেশের হয়ে জাতীয় দলেও খেলেছেন। আগামী মৌসুমে রবার্টকে মরিসিও পোচেত্তিনো ও তার কোচিং টিমের অধীনে খেলতে দেখার জন্য আমরা মুখিয়ে আছি।’
নতুন কোচ পোচেত্তিনোর অধীনে সানচেজ ষষ্ঠ খেলোয়াড় হিসেবে এবারের গ্রীষ্মে দলভূক্ত হলেন। বিভিন্ন সূত্রে জানা গেছে সানচেজের সাথে ২৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে চেলসি চুক্তি করেছে। সাথে বাড়তি কিছু সেল-অন ক্লজ যুক্ত রয়েছে।
২৫ বছর বয়সী এই স্প্যানিশ গোলরক্ষক ব্রাইটনে চেলসির বর্তমান গোলকিপিং কোচ বেন রবার্টসের সাথে কাজ করেছেন। ২০২২ সালের সেপ্টেম্বরে রবার্ট স্টামফোর্ড ব্রীজের উদ্দেশ্যে ব্রাইটন ছাড়েন।
৩০ বছরের ইতিহাসে সবচেয়ে বাজেভাবে প্রিমিয়ার লিগ মৌসুম শেষ করার পর নতুন ব্লুজ ম্যানেজার পোচেত্তিনো তার এবারের দল নিয়ে আশাবাদী। ১২তম স্থানে থেকে গত মৌসুম শেষ করার কারনে ইউরোপীয়া আসর থেকেও ছিটকে গেছে চেলসি। সানচেজ ছাড়াও সিগালস মিডফিল্ডার মোয়েসেস কেইসেডোকে দলে নিতে উন্মুখ হয়ে আছে চেলসি। ইকুয়েডরের এই মিডফিল্ডারের জন্য ব্রাইটন ১০০ মিলিয়ন পাউন্ড দাবী করেছে বলে জানা গেছে।
আগামী ১৩ আগস্ট লিভারপুলের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগের ২০২৩/২৪ মৌসুম শুরু করবে চেলসি।

বাংলাদেশ সময়: ১৫:৫৮:০৪   ১৫৭ বার পঠিত