জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ আগষ্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরু হওয়ার পূর্বে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় এবং পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে শোকাবহ আগস্টের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সকলেই দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি এবং
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ফরিদুল ইসলাম ফরিদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার জেলী, সহকারী কমিশনার ভূমি সাদ্দাম হোসেন, থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর, প্রাণি সম্পদ কর্মকর্তা পলাশ কান্তি দত্ত, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ বদরুল হাসান।
এছাড়াও সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গ সংগঠনিক ব্যক্তিবর্গ সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা বলেন
জাতির পিতার ‘রেণু’ হলেন বাংলার মহীয়সী নারী বেগম শেখ ফজিল্লাতুনেছা মুজিব। যিনি প্রজ্ঞা, ধৈর্য্য, সাহসিকতা, মায়া মমতা ও ভালোবাসা দিয়ে পালন করেছেন নারী জীবনের সকল দায়িত্ব। পাশাপাশি রাজনীতিবিদ না হয়েও দেশের দুঃসময়ে জনগণকে আগলে রেখেছেন নিজের মেধাও বিচক্ষণতা দিয়ে । যার জন্য সকলের কাছে তিনি বঙ্গমাতা হিসাবে সমাদৃত।
অনুষ্ঠান শেষে এ মহীয়সী নারীর জন্ম ও মৃত্যু একই মাসে হওয়ায় তার আত্মার মাগফেরাত কামনা দোয়া করা হয় এবং অসহায় ও দরিদ্র নারীদের মাঝে উপজেলা মহিলা অধিদপ্তর ও তথ্য আপার পক্ষ থেকে দশটি সেলাই মেশিন বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৬:৪৩:২৮ ১৫৮ বার পঠিত