দলের ক্রান্তিলগ্নে বঙ্গমাতা সময়োচিত পদক্ষেপ গ্রহণ করেছিলেন : ওয়াসিকা আয়শা খান

প্রথম পাতা » ছবি গ্যালারী » দলের ক্রান্তিলগ্নে বঙ্গমাতা সময়োচিত পদক্ষেপ গ্রহণ করেছিলেন : ওয়াসিকা আয়শা খান
মঙ্গলবার, ৮ আগস্ট ২০২৩



দলের ক্রান্তিলগ্নে বঙ্গমাতা সময়োচিত পদক্ষেপ গ্রহণ করেছিলেন : ওয়াসিকা আয়শা খান

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান বলেছেন, দলের ক্রান্তিলগ্নে ও ঐতিহাসিক ৬ দফা, আগরতলা ষড়যন্ত্র মামলা, জাতির পিতার ৭ মার্চের ঐতিহাসিক ভাষণসহ জাতির বিভিন্ন সন্ধিক্ষণে বঙ্গমাতা সময়োচিত পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এর মাধ্যমে আমরা মহান মুক্তিযুদ্ধে বিজয় ও দেশের স্বাধীনতা লাভ করেছি।
তিনি বলেন, “মহীয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব শুধু ছাত্রজীবনেই নয়, রাজনৈতিক জীবনেও সর্বদা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছায়াসঙ্গী হিসেবে কাজ করেছেন। বঙ্গবন্ধু যখন মাসের পর মাস, বছরের পর বছর কারাগারে অন্তরীণ থেকেছেন, তখন বেগম ফজিলাতুন নেছা মুজিব ছাত্রলীগ, আওয়ামী লীগকে ক্রান্তিলগ্নে দিক নির্দেশনা দিয়েছেন। বঙ্গবন্ধুকে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অন্তরালে থেকে পরামর্শ প্রদান করেছেন বঙ্গমাতা।”
বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দু:স্থ ও অসহায় মহিলাদের মাঝে নিজ উদ্যোগে সেলাই মেশিন বিতরণকালে এসব কথা বলেন ওয়াসিকা আয়শা খান এমপি।
ওয়াসিকা আয়শা খান এমপি বলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব আগামী দিনের নারীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন চিরকাল। নারীর রাজনৈতিক ক্ষমতায়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব। তাঁর আদর্শে উজ্জীবিত হয়ে সকলকে জীবন গঠনের আহ্বান জানান ওয়াসিকা আয়শা খান।
অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৩৭:০৬   ১৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


এলডিসি দেশগুলোর জন্য ডলার বরাদ্দে ইইউর সমর্থন চাইল বাংলাদেশ
ইসলামী ব্যাংকের সঙ্গে হাব-এর মতবিনিময় সভা
আদানির সঙ্গে আড়াইশ’ কোটি মার্কিন ডলারের চুক্তি বাতিল কেনিয়ার
বেনাপোল সীমান্ত থেকে ভারতীয় ফেনসিডিল জব্দ
সাংবাদিকদের হত্যা মামলায় জড়ানো নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানালো আরএসএফ
লেবানন থেকে দেশে ফিরলেন আরও ৮২ জন
সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা
পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে গুলি, নারী-শিশুসহ নিহত ৪২
অজি পেসারদের তোপে ১৫০ রানে অলআউট ভারত
মাছ ধরা নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ, নিখোঁজ ২

News 2 Narayanganj News Archive

আর্কাইভ