ফরিদপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮
শুক্রবার, ১১ আগস্ট ২০২৩



ফরিদপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৬৮ জন। এ নিয়ে গত জানুয়ারি থেকে আজ শুক্রবার (১১ আগস্ট) পর্যন্ত ফরিদপুরে ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৫০ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২ হাজার ৪৮ জন। মারা গেছেন ১০ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩৯২ জন।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বশেষ মারা গেছেন সেলিনা বেগম ((৪৫) নামে এক গৃহবধূ। তিনি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদি গ্রামের আবেদ আলীর স্ত্রী।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, সেলিনা বেগম গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। পরে বিকেল সাড়ে ৫টার দিকে মারা যান তিনি। এ নিয়ে গত ২১ জুলাই থেকে শুক্রবার পর্যন্ত হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জন মারা গেলেন। এ ১০ জনের মধ্যে ফরিদপুরের ৪ জন, রাজবাড়ীর ৪ জন এবং মাদারীপুরে ১ জন ও মাগুরার ১ জন রয়েছেন।

ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ৭৪ জন, ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৩, বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬, নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬, আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬, সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯, মধুখালী উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫, চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, সালথায় ৫ এবং ফরিদপুর ডায়াবেটিক মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ জন ভর্তি হয়েছেন।

ফরিদপুরে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৩৯২ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ভর্তি রয়েছেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ১৮২ জন। ফরিদপুর জেনারেল হাসপাতালে ৩৩ জন, বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭, নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩, আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮, সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭, মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৪, চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ এবং ফরিদপুর ডায়াবেটিক মেডিকেল কলেজ হাসপাতালে ৩১ জন।

ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান জানান, ফরিদপুরে অবনতিশীল ডেঙ্গু পরিস্থিতি নিয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় সচেতনতা বৃদ্ধি, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, পরিষ্কার-পরিচ্ছন্ন করা, লিফলেট বিতরণ, মশক নিধন অভিযান জোরদার করা এবং ঢাকা রুটে চলাচলকারী বাসসমূহে মশক নিধন স্প্রে ছিটানোর সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, আমরা বার বার বলছি- ব্যক্তি সচেতনতার কোনো বিকল্প নেই। ব্যক্তি পর্যায়ে সবাই সচেতন হলে ডেঙ্গুর প্রকোপ কমানো সহজ হবে।

বাংলাদেশ সময়: ১৬:১৩:৩৬   ১৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দেশে ইলেকশন আনার চেষ্টা করতেছি আমি একা : ফজলুর রহমান
রূপগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার
তরুণদের ‘থ্রি-জিরো’ ব্যক্তি হিসেবে নিজেকে তৈরির আহ্বান জানালেন ড. ইউনূস
জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি প্রস্তুত: গিয়াসউদ্দিন
রূপগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুট, ১০ জনকে কুপিয়ে জখম
অপরাধীদের ধরতে চাষাড়ায় সিসিটিভি ক্যামেরা স্থাপন
বিমসটেকের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
সাতক্ষীরায় প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান
পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নে সব সময় আন্তরিক সরকার : সুপ্রদীপ চাকমা
শহীদ আনাসের পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন শারমীন এস মুরশিদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ