শুক্রবার, ১১ আগস্ট ২০২৩

প্রায় ৫০ বছরের মধ্যে চাঁদে প্রথম প্রোব পাঠিয়েছে রাশিয়া

প্রথম পাতা » আন্তর্জাতিক » প্রায় ৫০ বছরের মধ্যে চাঁদে প্রথম প্রোব পাঠিয়েছে রাশিয়া
শুক্রবার, ১১ আগস্ট ২০২৩



প্রায় ৫০ বছরের মধ্যে চাঁদে প্রথম প্রোব পাঠিয়েছে রাশিয়া

রাশিয়া প্রায় ৫০ বছরের মধ্যে শুক্রবার চাঁদে প্রথম চন্দ্রযান প্রোব পাঠিয়েছে। মহাকাশ খাতে বছরের পর বছর ধরে সংগ্রাম এবং ইউক্রেন সংঘাতে বিচ্ছিন্ন হয়ে পড়া দেশটিতে মহাকাশ খাতে নতুন প্রেরণা যোগানোর জন্য এই মিশনের পরিকল্পনা করা হয়।
১৯৭৬ সালের পরে লুনা-২৫ প্রোবের উৎক্ষেপণ হল মস্কোর প্রথম চন্দ্র অভিযান। এ সময় ইউএসএসআর মহাকাশ জয়ে অগ্রগামী অবস্থানে ছিল।
রাশিয়ান মহাকাশ সংস্থা রোসকসমস দ্বারা সম্প্রচারিত লাইভ ইমেজ অনুসারে, লুনা-২৫ প্রোবসহ রকেটটি মস্কোর সময় ০২:১০ টায় (২৩১০ জিএমটি বৃহস্পতিবার) ভোস্টোচনি কসমোড্রোম থেকে উৎক্ষেপণ করা হয়।
মহাকাশযানটি পাঁচ দিনের মধ্যে চন্দ্রের কক্ষপথে পৌঁছানোর কথা।
তারপরে এটি চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণের আগে সঠিক স্থানটি বেছে নিতে তিন থেকে সাত দিনের মতো সময় ব্যয় করবে।
রোসকসমসের সিনিয়র কর্মকর্তা আলেকজান্ডার ব্লোখিন সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেছেন, ‘ইতিহাসে প্রথমবারের মতো, চন্দ্রের দক্ষিণ মেরুতে প্রোবটির অবতরণ ঘটবে। এখন পর্যন্ত সবাই নিরক্ষীয় অঞ্চলে অবতরণ করেছে।’
সংস্থার একটি সূত্র এএফপি’কে জানিয়েছে, রোসকসমস আশা করছে ২১ আগস্টের দিকে অনুসন্ধানটি চাঁদে অবতরণ করবে।

বাংলাদেশ সময়: ১৬:৩৬:২৩   ১৯৯ বার পঠিত