শনিবার, ১২ আগস্ট ২০২৩

সরিষাবাড়ীতে বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
শনিবার, ১২ আগস্ট ২০২৩



সরিষাবাড়ীতে বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি : “বিট পুলিশিং বাড়ী বাড়ী, নিরাপদ সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে মাদক, জুয়া, ইভটিজিং ,নারী নির্যাতন ,বাল্যবিবাহ ,অশ্লীলতা, সন্ত্রাস এবং জঙ্গিবাদ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ আগষ্ট) বিকাল ৪টায় সরিষাবাড়ী থানার আয়োজনে উপজেলার ৮নং মহাদান ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ বিট পুলিশিং ও মতবিনিয়র সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মুহাব্বত কবীর এর সভাপতিত্বে এবং উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ফরিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান(বিপিএম)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, সিনিয়র সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ,বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আব্দুল আজিজ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন পাঠান, মহাদান ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আজমত আলী মাস্টার, মহাদান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক হাসানুর কবীর তরফদার রিপন সহ সানাকৈর শেখ খলিলুর রহমান উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মমিনুল ইসলাম মিন্টু।

এছাড়াও বিট পুলিশিং ও মতবিনিময় সভায় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:০৪:৩৪   ১৮৩ বার পঠিত