বেলিংহ‍্যাম-রদ্রিগোর গোলে রিয়ালের জয়

প্রথম পাতা » খেলাধুলা » বেলিংহ‍্যাম-রদ্রিগোর গোলে রিয়ালের জয়
রবিবার, ১৩ আগস্ট ২০২৩



বেলিংহ‍্যাম-রদ্রিগোর গোলে রিয়ালের জয়

চোটের জন‍্য নেই থিবো কোর্তোয়া। শুরুর একাদশে জায়গা হয়নি লুকা মদ্রিচ, টনি ক্রুসদের। গত মৌসুম শেষে দল ছেড়েছেন করিম বেনজেমা। পালা বদলের মধ‍্য দিয়ে যাওয়া রিয়াল মাদ্রিদ নতুন মৌসুম শুরু করল তারুণ‍্য নির্ভর নতুন চেহারার দল নিয়ে। সেখানে আশার আলোই দেখালেন জুড বেলিংহ‍্যাম, রদ্রিগোরা। তাদের আলো ঝলমলে পারফরম‍্যান্সে জয় দিয়ে লা লিগা শিরোপা পুনরুদ্ধার অভিযান শুরু করল কার্লো আনচেলত্তির দল।

স্পেনের শীর্ষ লিগে নিজেদের প্রথম ম‍্যাচে আথলেতিক বিলবাওকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল। একটি করে গোল করেছেন বেলিংহ‍্যাম ও রদ্রিগো।

প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে রেয়ালের শুরুটা ছিল একটু মন্থর। ২৮তম মিনিটে দানি কারভাহালকে বল বাড়িয়ে সামনের দিকে ছোটেন রদ্রিগো। বল প্রায় হারিয়েই ফেলেছিলেন স্প‍্যানিশ ডিফেন্ডার। তার স্লাইডে প্রতিপক্ষের একজনের পায়ে লাগলে বল পেয়ে যান রদ্রিগো। চমৎকার ফিনিশিংয়ে বাকিটা সারেন তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

৩৬তম মিনিটে ব‍্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন ভিনিসিয়ুস জুনিয়র। পায়ের কারিকুরি ও গতিতে দুই জনকে কাটিয়ে ডি বক্সে ঢুকে পড়েন তিনি। কিন্তু অনেকটা গোলরক্ষক বরাবর শট নিয়ে হতাশ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। একটু পরেই নিজেদের দ্বিতীয় গোল পেয়ে যায় রিয়াল। ডাভিড আলাবার কর্নার থেকে বল পেয়ে চমৎকার ভলিতে জাল খুঁজে নেন বেলিংহ‍্যাম। অনেকটা বাউন্স করে ক্রসবার ঘেঁষে যাওয়া বলের নাগাল পাননি সিমোন।

দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক শুরু করে বিলবাও। ৭৪তম মিনিটে ওইহান সানসেটের বুলেট গতির শট ঠেকিয়ে দেন আলবা। তিন মিনিট পর দারুণ স্লাইডে বিলবাওয়ের আরেকটি আক্রমণ রুখে দেন অহেলিয়া চুয়ামেনি। বদলি নামার পর গোলের সুযোগ পেয়েছিলেন মদ্রিচ। ৮৩তম মিনিটে তার শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন বিলবাও গোলরক্ষক।

সহজ, কঠিন মিলিয়ে অনেক সুযোগই পেয়েছিল বিলবাও। কিন্তু এরপরও সেভাবে রেয়াল গোলরক্ষক আন্দ্রি লুনিনের কোনো পরীক্ষাই নিতে পারেনি তারা। অনেকটা সময় রক্ষণাত্মক ফুটবল খেললেও কখনও ৩ পয়েন্ট নিয়ে অনিশ্চয়তায় পড়তে হয়নি সফরকারীদের।

বাংলাদেশ সময়: ১১:৪৮:১৪   ১১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


প্রথম দিনে আইপিএলের নিলামে উঠবে ৮৪ ক্রিকেটার
১৮ মিনিটেই ডি মারিয়ার হ্যাটট্রিক, দৃষ্টিনন্দন বাইসাইকেল গোল
সাফজয়ী ঋতুপর্ণা-মণিকা ও রুপনা চাকমাকে রাঙ্গামাটিতে সংবর্ধনা
সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা
অজি পেসারদের তোপে ১৫০ রানে অলআউট ভারত
ফেডারেশন কাপের একই গ্রুপে আবাহনী ও মোহামেডান
ভেনেজুয়েলার পর উরুগুয়ের বিপক্ষেও ড্র ব্রাজিলের
পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা
২১০তম ম্যাচের পর ‘প্রথম’ জয় র‌্যাংকিংয়ের ২১০তম দলের
উরুগুয়ে ম্যাচের একদিন আগেই একাদশ প্রকাশ ব্রাজিলের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ