হজে না পাঠিয়ে ৪৪ জনের টাকা আত্মসাৎ, এজেন্সির মালিক গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » হজে না পাঠিয়ে ৪৪ জনের টাকা আত্মসাৎ, এজেন্সির মালিক গ্রেফতার
সোমবার, ১৪ আগস্ট ২০২৩



হজে না পাঠিয়ে ৪৪ জনের টাকা আত্মসাৎ, এজেন্সির মালিক গ্রেফতার

হজ গমনেচ্ছু ৪৪ জনকে সৌদি আরবে না পাঠিয়ে টাকা আত্মসাতের অভিযোগে সাজিদ ট্যুরস অ্যান্ড ট্রাভেল এজেন্সির মালিক অহিদুল ইসলাম ভূঁইয়াকে (৫০) গ্রেফতার করেছে র‍্যাব।

রোববার (১৩ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগর থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০২৩ সালে হজ পালনে সৌদি আরবে পাঠানোর জন্য ৪৪ জনের কাছ থেকে বিভিন্ন অংকের টাকা নেন রাজধানীর কুড়িল এলাকার সাজিদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এজেন্সির মালিক অহিদুল আলম ভূঁইয়া, তার ছেলে সাজিদুল ইসলাম ও শ্যালক মো. শফিকুল ইসলাম। কিন্তু তাদের হজে না পাঠিয়ে প্রাতারণামূলকভাবে প্রায় ৩ কোটি টাকা আত্মসাৎ করে আত্মগোপনে চলে যান তারা।

এদিকে ভুক্তভোগীরা দেশের বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা দায়ের করেন। মামলা হওয়ায় গ্রেফতার এড়াতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যান অভিযুক্তরা। রোববার র‍্যাব-৯ এর তথ্য সহায়তায় র‌্যাব-২-এর একটি দল রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে অহিদুল আলম ভূঁইয়াকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি অহিদুল আলম ভূঁইয়া টাকা আত্মসাতের বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব।

বাংলাদেশ সময়: ১২:২৩:৪৯   ১৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত
পররাষ্ট্র সচিবের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রোজায় বাজার সহনশীল রাখার চেষ্টা করা হবে: বাণিজ্য উপদেষ্টা
দেশের যুবকদের কর্মসংস্থানে কাজ করতে চায় বিশ্বব্যাংক
সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
সাফজয়ী ঋতুপর্ণা-মণিকা ও রুপনা চাকমাকে রাঙ্গামাটিতে সংবর্ধনা
রাজু ভাস্কর্যে ঢামেক শিক্ষার্থীদের উপস্থিতি প্রেরণা জোগায়: আসিফ মাহমুদ
বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে: জোনায়েদ সাকি
আওয়ামী লীগ নেতাকর্মীদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন, জানালেন ফখরুল
৩ মাসে জ্বালানি খাতে ৩৭০ কোটি টাকা সাশ্রয়: জ্বালানি উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ