এশিয়া কাপের দলই খেলবে বিশ্বকাপে!

প্রথম পাতা » খেলাধুলা » এশিয়া কাপের দলই খেলবে বিশ্বকাপে!
সোমবার, ১৪ আগস্ট ২০২৩



এশিয়া কাপের দলই খেলবে বিশ্বকাপে!

এশিয়া কাপের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সাকিব আল হাসানের নেতৃত্বে এরই মধ্যে দলও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সেই সঙ্গে তিনজনকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে। মূলত এই দল নিয়েই বিশ্বকাপ খেলতে ভারত যাবে টাইগাররা। এমনটাই মিলছে আভাস।

এশিয়া কাপের স্কোয়াডে প্রত্যাশিতদের প্রায় সবাই জায়গা পেয়েছেন। ইনজুরি থেকে ফিট হয়ে উঠতে না পারায় এশিয়া কাপে যে তামিম ইকবাল খেলছেন না, তা নিশ্চিত হয়েছিল আগেই। সবকিছু ঠিকঠাক থাকলে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ দিয়ে দলে ফিরবেন তামিম। এশিয়া কাপের স্কোয়াডে থাকা ২০জন ও তামিমকে নিয়েই হবে ২১ জনের পুল। আর সেখান থেকেই বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করবে বিসিবি। বিভিন্ন সময়ে এমনটাই জানিয়েছেন নির্বাচক থেকে শুরু করে বিসিবির কর্তাব্যক্তিরা।

তামিম যদি বিশ্বকাপের আগে ফিট হতে পারেন তবে অটোচয়েজ হিসেবেই বিশ্বকাপের স্কোয়াডে থাকবেন। সে ক্ষেত্রে এশিয়া কাপের স্কোয়াডে থাকা ১৭জনের মধ্যে বাদ পড়বেন তিনজন। ৩০ আগস্ট থেকে শুরু হয়ে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়া কাপ।

বিশ্বকাপের ১৫ সদস্যের দল ঘোষণার শেষ দিন ৫ সেপ্টেম্বর। সে হিসেবে এশিয়া কাপের গ্রুপ পর্ব চলাকালীন সময়েই দল ঘোষণা করতে হবে নির্বাচকদের। অবশ্য দল চাওয়া হলেও খেলোয়াড় পরিবর্তনের সুযোগ রাখছে আয়োজক ভারত। ২৭ সেপ্টেম্বর পর্যন্ত স্কোয়াডে ইচ্ছামতো খেলোয়াড় পরিবর্তন করা যাবে। এরপর খেলোয়াড় পরিবর্তন করতে হলে টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির অনুমোদন সাপেক্ষে পরিবর্তন করা যাবে। তবে সে ক্ষেত্রে ইনজুরি বা শৃঙ্খলাজনিত কারণেই শুধু খেলোয়াড় পরিবর্তনের সুযোগ পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ১৫:৪৯:১২   ১৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা
অজি পেসারদের তোপে ১৫০ রানে অলআউট ভারত
ফেডারেশন কাপের একই গ্রুপে আবাহনী ও মোহামেডান
ভেনেজুয়েলার পর উরুগুয়ের বিপক্ষেও ড্র ব্রাজিলের
পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা
২১০তম ম্যাচের পর ‘প্রথম’ জয় র‌্যাংকিংয়ের ২১০তম দলের
উরুগুয়ে ম্যাচের একদিন আগেই একাদশ প্রকাশ ব্রাজিলের
ক্যারিবিয়ানে বাংলাদেশকেও তুলে ধরতে চায় রংপুর রাইডার্স
৪৩৯ রানের টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারালো উইন্ডিজ
২-১ গোলের জয়ে বছর শেষ করল বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ