বিভিন্ন দেশের নিষেধাজ্ঞার বিষয়টি নতুন নয়: চিফ হুইপ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিভিন্ন দেশের নিষেধাজ্ঞার বিষয়টি নতুন নয়: চিফ হুইপ
মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩



বিভিন্ন দেশের নিষেধাজ্ঞার বিষয়টি নতুন নয়: চিফ হুইপ

মাদারীপুর: বিভিন্ন দেশের নিষেধাজ্ঞার বিষয়টি নতুন নয় উল্লেখ করে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেছেন, ১৯৭৪-৭৫ সালেও নিষেধাজ্ঞা দিয়ে বঙ্গবন্ধু হত্যার পথ তৈরি করা হয়েছিল। তখন আমাদের খাদ্য (গম) জাহাজকে বাংলাদেশের মাটিতে আসতে দেওয়া হয়নি।
বাংলাদেশে দুর্ভিক্ষ তৈরি করা হয়েছিল যেন বঙ্গবন্ধুকে হত্যা করার একটি পথ তৈরি করা যায়। এখনও সেই একই জিনিস হচ্ছে। এখনো আবার নতুন করে ষড়যন্ত্র হচ্ছে। বিভিন্ন দেশ থেকে মানুষ আমাদের দেশে আসতে দেখছি। বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শিবচর উপজেলার মাদবরচরে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ উন্নত হয়ে যাচ্ছে। একটি ছোট জাতি, একটি ছোট দেশ, বেশি জনসংখ্যার দেশ শেখ হাসিনা কীভাবে এই দেশকে উন্নত করছে। এই যে একটি চমক এটা তারা বুঝতে পারছে। এ কারণে তারা (বিদেশিরা) আবার ষড়যন্ত্র শুরু করেছে। বিদেশিরা পাকিস্তানে যাচ্ছে না। পাকিস্তানে কোনো গণতন্ত্র নেই, কোনো নির্বাচন নেই। যেকোনো প্রধানমন্ত্রীকে যেকোনো সময় সরে যেতে হচ্ছে। সেখানে গণতন্ত্রের জন্য যাওয়া হচ্ছে না। আজকে ১০ লাখ রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে শরণার্থী হিসেবে রয়েছে। ওই বিদেশিরা মিয়ানমার যাচ্ছে না। তাদেরকে বলছে না, তোমরা সুষ্ঠু নির্বাচন করো। তোমাদের লোকজন ফিরিয়ে দেশে আনো। দেশে শান্তি আনো, তোমাদের প্রধানমন্ত্রীকে জেল থেকে মুক্তি দাও। সেই কথা কেউ বলছে না। বলে শুধু আমাদের দেশে এসে। আমাদেরকে জ্ঞান দেওয়া হচ্ছে। কারণ, আমাদের দেশ উন্নত হয়ে যাচ্ছে।

নূর-ই আলম চৌধুরী আরও বলেন, আমাদেরকে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করতে হবে। তিনি যদি জীবিত থাকেন, সুস্থ থাকেন, আবার যদি প্রধানমন্ত্রী হতে পারেন তাহলেই আমাদের ভাগ্যের পরিবর্তন হবে। আর আমরা আমাদের আগামী প্রজন্মের জন্য উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ে যেতে পারবো।

এর আগে চিফ হুইপ টুঙ্গীপাড়ায় জাতির পিতার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুরে তার বাবা মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর (দাদাভাই) কবর জিয়ারত করেন। পরে মুক্তিযোদ্ধাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎসহ শিবচরের বিভিন্ন ইউনিয়নে শোক দিবসের কর্মসূচিতে অংশ নেন।

এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ. লতিফ মোল্লা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৪৬:৫৩   ২৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফ্যাসিবাদের সময় প্রধান উপদেষ্টাও নির্যাতিত হয়েছিলেন : আযম খান
নোয়াখালীতে চলন্ত সিএনজির সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৬
পরাজিত শক্তি নিউইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করিয়েছে: রিজভী
তরতাজা তরুণদের হত্যার বিচার হতেই হবে : প্রাণিসম্পদ উপদেষ্টা
ফ্যাসিস্ট হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে : অ্যাটর্নি জেনারেল
কূটনৈতিক টিম নিয়ে রাশিয়ান রাষ্ট্রদূতের সুন্দরবন পরিদর্শন
আগামী ১৪ মে কালুরঘাটে রেল ও সড়ক সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন : ফারুক ই আজম
বিমসটেক সম্মেলনে যোগ দিতে আগামীকাল ব্যাংকক যাবেন প্রধান উপদেষ্টা
ইমামকে রাজকীয় বিদায়, পেনশন পেলেন ৯ লাখ টাকা
শ্বাসরুদ্ধকর ম্যাচে জয়, ফাইনালে রিয়াল মাদ্রিদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ