নয়াদিল্লিতে বাংলাদেশ মিশনে জাতীয় শোক দিবস পালন

প্রথম পাতা » আন্তর্জাতিক » নয়াদিল্লিতে বাংলাদেশ মিশনে জাতীয় শোক দিবস পালন
বুধবার, ১৬ আগস্ট ২০২৩



নয়াদিল্লিতে বাংলাদেশ মিশনে জাতীয় শোক দিবস পালন

যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ভারতের নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের বাণী পাঠসহ নানা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

মিশনে স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধুর জীবন ও সংগ্রামের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বঙ্গবন্ধু ও পরিবারের অন্য সদস্য যারা ১৯৭৫ সালের ১৫ আগস্টের রাতে শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত এবং বাংলাদেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এদিন ১৫ আগস্টের ওপর একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।

১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে বঙ্গবন্ধু ও তার পরিবারের অধিকাংশ সদস্য কয়েকজন বিপথগামী সেনাসদস্যের হাতে নির্মমভাবে শহীদ করেন। এ হত্যাকাণ্ডকে জাতির ইতিহাসের জঘন্য অধ্যায় হিসেবে অভিহিত করা হয়।

চ্যান্সারি প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্যদিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে পতাকা উত্তোলন করেন। এসময় বাংলাদেশের জাতীয় সংগীত বাজানো হয়।

পরে মুস্তাফিজুর রহমান কর্মকর্তাদের সঙ্গে মিশন প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। হাইকমিশনের কর্মচারী-কর্মীরাও বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

শোক দিবস উপলক্ষে হাইকমিশনের বঙ্গবন্ধু হলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও সংগ্রামের ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান ও মিশনের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম আজাদ আলোচনায় অংশ নেন।

বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে হাইকমিশনার বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করেছেন। বাংলাদেশের যোগ্য নাগরিক হতে নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা নেওয়ার আহ্বানও জানান তিনি।

মিশনের প্রতিরক্ষা উপদেষ্টা বঙ্গবন্ধুর ঐতিহাসিক সংগ্রাম ও জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরে সর্বক্ষেত্রে মহান এ নেতাকে অনুসরণ করার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৭:৪৫:৫৭   ১১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


লেবাননে স্থল অভিযানে ইসরাইলকে যুক্তরাষ্ট্রের সমর্থন
ইসরায়েলের হামলায় ইয়েমেনে ৪, লেবাননে ১০৫ জন নিহত
২০ হাজার বাংলাদেশির পাসপোর্ট ফেরত দিলো ভারত
পশ্চিমবঙ্গ : আন্দোলন করলে ‘হুমকি’, অভিযোগ পুলিশের বিরুদ্ধে
উভয় পক্ষকে উত্তেজনা কমানোর আহ্বান গুতেরেসের
রাশিয়া ১২৫টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে : মস্কো
চীন বিশ্বশান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতা ও গঠনমূলক ভূমিকা রাখতে বদ্ধপরিকর : ওয়াং ই
মালদ্বীপের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চায় বাংলাদেশ : প্রধান উপদেষ্টা
গাজায় ‘চূড়ান্ত বিজয়’ লাভের আগ পর্যন্ত অভিযান চলবে : নেতানিয়াহু
ফ্লোরিডায় ‘অত্যন্ত বিপজ্জনক’ হারিকেন হেলেন’র আঘাত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ