সরিষাবাড়ীতে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার
বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩



সরিষাবাড়ীতে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে ২০পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার ১৬ আগস্ট রাতে উপজেলার ফয়েজের মোড় এলাকার থেকে এ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। জানা গেছে, মাদক ব্যবসায়ী উপজেলার ৮নং মহাদান ইউনিয়নের মহাদান পশ্চিম পাড়া গ্রামের মোঃ আব্দুল আজিজের ছেলে শাহাদাৎ হোসেন@ শাহাদুল।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শাহাদুলকে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা করে আসছে সাহাদুল। এছাড়াও তার বিরুদ্ধে মাদক বিক্রি বন্ধের স্থানীয়দের অভিযোগ রয়েছে। সে প্রতিদিন বাউসী হতে ফয়েজের মোড় গামী পাকা রাস্তার পাশে দাঁড়িয়ে ইয়াবা বিক্রি করে।

এমন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে সরিষাবাড়ী থানার এএসআই শাহাদাৎ হোসেন এর নেতৃত্বে এএসআই নাঈম, পুলিশ সদস্য ছানোয়ার,মোহাম্মদ আলীসহ আরও সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সাহাদুল কে গ্রেফতার করে ২০পিস ইয়াবা উদ্ধার করে।

এ সময় আরেক ব্যবসায়ী মহাদান ইউনিয়নের মহাদান পশ্চিম পাড়া গ্রামের লাভলু তরফদারের ছেলে লিংকন তরফদার অপু পালিয়ে যায়। পরে শাহাদুলকে থানায় নিয়ে এসে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১০(ক) /৪১ ধারায় এসআই মাহদুদুল হাসান বাদী হয়ে মামলা দায়ের করে। যার মামলা নং- ১১,তারিখঃ ১৭-৮-২০২৩ ইং।

এবিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর বলেন, থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামীকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৩৫:৫৪   ৭৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আজকের রাশিফল
না.গঞ্জকে আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে ইসলামী চিন্তাবিদদের অংশগ্রহণ দরকার: ডিসি
মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সার্ভিস, ট্রেনিং এবং রিসার্চকে গুরুত্ব দিতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
বিবাহের মাধ্যমে মানুষ পাপাচার থেকে বেঁচে থাকতে পারে - ধর্ম উপদেষ্টা
‘সকলে নারীকে মানুষ হিসেবে চিনবে, জানবে ও সম্মান করবে’ : সংস্কার কমিশনে প্রত্যাশা
ঢাকায় ইইউভুক্ত দেশের জন্য ভিসা সেন্টার খোলার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার
প্রধান উপদেষ্টার কাতার সফরে অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতার ওপর জোর দেওয়া হবে: প্রেস সচিব
সংবাদপত্রের গুণগত মানোন্নয়নে টাস্কফোর্স গঠন করবে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
দোহার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ