রংপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই

প্রথম পাতা » ছবি গ্যালারী » রংপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই
শনিবার, ১৯ আগস্ট ২০২৩



রংপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই

রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের কেশবপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।

শুক্রবার (১৮ আগস্ট) দিবাগত রাত ৩টায় শর্টসার্কিট থেকে এ ঘটনা ঘটে।

যনা যায়, কেশবপুর বাজারে বেলালের দোকানে রাত ৩টার দিকে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা মিঠাপুকুর ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মিঠাপুকুর ফায়ার সার্ভিস। এর আগেই এলাকাবাসীর সহায়তায় আগুন অনেকাংশে নেভানো হয় । পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বেলাল কসমেটিকস, আরিফুল ভ্যারাইটি স্টোর ও মামুন কম্পিউটারসহ চারটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী কামরু মিয়া বলেন, ‘আমি এই বাজারে হোটেলে কাজ করি। প্রতিদিনের মতো সব কাজ শেষ করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় আওয়াজ শুনতে পেয়ে বাইরে এসে দেখি বেলালের দোকানে আগুন লেগেছে। পরে সবাইকে ডেকে এবং এলাকাবাসীর সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করি।’

এ বিষয়ে বেলাল কসমেটিকস-এর স্বত্বাধিকারী বেলাল হোসাইনের খালু আমিরুল ইসলাম বলেন,“ছোটবেলায় বাবাকে হারিয়েছে বেলাল। তার মা ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে বাজারে কসমেটিকস ও মুদি দোকান দেয় বেলাল। আগুনে তার প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে। সরকারিভাবে তাকে সহযোগিতার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি।’

এ বিষয়ে মিঠাপুকুর ফায়ার স্টেশন ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. রবিউল ইসলাম সময় সংবাদকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। আমাদের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি।

বাংলাদেশ সময়: ১১:৫৮:১৯   ১৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ নারী আটক
জামালপুরে বিএনপি নেতার তান্ডবে এক অসহায় পরিবার ঘরছাড়া
ভিক্টোরিয়া হাসপাতাল পরিদর্শনে ডিসি
শেষ মুহূর্তের গোলে ইন্দোনেশিয়াকে হারিয়ে শীর্ষে বাংলাদেশ
দুদক কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উড়িয়ে দেওয়া যায় না: চেয়ারম্যান
নির্বাচন, সংস্কার নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে: মির্জা ফখরুল
স্থানীয় নির্বাচন দ্রুত প্রয়োজন: তোফায়েল আহমেদ
শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার
জলবায়ু অভিঘাত মোকাবিলায় অভিযোজন কার্যক্রম জোরদার করা হবে - পরিবেশ উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ