শ্বাসরুদ্ধকর ফাইনালে মেসিদের ইতিহাস

প্রথম পাতা » খেলাধুলা » শ্বাসরুদ্ধকর ফাইনালে মেসিদের ইতিহাস
রবিবার, ২০ আগস্ট ২০২৩



শ্বাসরুদ্ধকর ফাইনালে মেসিদের ইতিহাস

লিওনেল মেসির হাত ধরেই লিগস কাপের ফাইনালে ন্যাশভিলকে টাইব্রেকারে হারিয়ে প্রথম শিরোপার স্বাদ পেয়েছে ইন্টার মায়ামি।

বাংলাদেশ সময় রোববার (২০ আগস্ট) সকাল ৭টায় জিওডিস পার্কে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

প্রতিপক্ষের মাঠে ম্যাচ শুরুর ২৩ মিনিটের মাথায় দলকে লিড এনে দেন বিশ্বকাপজয়ী মেসি। এই এক গোলের লিড ধরে রেখে বিরতিতে যায় মায়ামি। কিন্তু বিরতির পর ৫৭ মিনিটে ন্যাশভিলের হয়ে গোল করে সমতায় আনেন ফাফা পিকাউল্ট। এরপর কোনো পক্ষই আর গোলের দেখা পায়নি। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে সমতা থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারের প্রথম পাঁচটি শট থেকে উভয় দল ৪টি করে গোল করেন। কিন্তু সমতা বিরাজ করায় পেনাল্টি জারি থাকে। সেখানেও প্রতিটি শটেই গোল পায় উভয়পক্ষ। তখন ফল নির্ধারণের দায়িত্ব পড়ে দুই দলের গোলরক্ষকদের ওপর। মায়ামি গোলরক্ষক গোল পেলেও, ন্যাশভিলের শট ঠেকিয়ে দেন মেসিদের কিপার। এতে করে প্রথমবারের মতো কোনো শিরোপা ঘরে তোলে মায়ামি।

এই ম্যাচে মায়ামি ৫৯ শতাংশ এবং ন্যাশভিল বল দখলে রেখেছিল ৪১ শতাংশ। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর মায়ামি শট করেছে ২টি ও আর ন্যাশভিল করেছে ৬টি শট।

লিগস কাপের ফাইনালে গোল করার মধ্য দিয়ে টানা ৭ ম্যাচে গোল করার রেকর্ড গড়েছেন মেসি। এমন কীর্তি টুর্নামেন্টের ইতিহাসে এই প্রথম। মায়ামির হয়ে ৭ ম্যাচ থেকে ১০ গোল আদায় করেন মেসি।

বাংলাদেশ সময়: ১১:৩৫:০২   ১৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার যারা
প্রথম দিনে আইপিএলের নিলামে উঠবে ৮৪ ক্রিকেটার
১৮ মিনিটেই ডি মারিয়ার হ্যাটট্রিক, দৃষ্টিনন্দন বাইসাইকেল গোল
সাফজয়ী ঋতুপর্ণা-মণিকা ও রুপনা চাকমাকে রাঙ্গামাটিতে সংবর্ধনা
সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা
অজি পেসারদের তোপে ১৫০ রানে অলআউট ভারত
ফেডারেশন কাপের একই গ্রুপে আবাহনী ও মোহামেডান
ভেনেজুয়েলার পর উরুগুয়ের বিপক্ষেও ড্র ব্রাজিলের
পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা
২১০তম ম্যাচের পর ‘প্রথম’ জয় র‌্যাংকিংয়ের ২১০তম দলের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ