ফিফা প্রীতি ম্যাচ সামনে রেখে কঠোর অনুশীলনে বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » ফিফা প্রীতি ম্যাচ সামনে রেখে কঠোর অনুশীলনে বাংলাদেশ
মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩



ফিফা প্রীতি ম্যাচ সামনে রেখে কঠোর অনুশীলনে বাংলাদেশ

বিশ্বকাপ বাছাই ও আফগানিস্তানের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ সামনে রেখে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলন ক্যাম্প। প্রথম দিনে যোগ দিয়েছেন মাত্র ১২ ফুটবলার।

আগামী ২৭ আগস্ট থেকে পুরোদমে প্রস্তুতি শুরুর আশা করছেন কোচ হ্যাভিয়ের কাবরেরা। প্রাথমিকভাবে ফিটনেসে বাড়তি জোড় দিচ্ছেন কোচ। ২৯ আগস্টের আগেই জামাল ভূঁইয়াকে ক্যাম্পে পাওয়ার আশা তার। এদিকে একাদশে জায়গা করে নিতে নতুন উদ্যমে নিজেকে প্রস্তুত করছেন ফরোয়ার্ড সুমন রেজা।

কিংস অ্যারেনায় বিশ্বকাপ বাছাই ও আফগানিস্তান ম্যাচ সামনে রেখে শুরু জাতীয় দলের অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে। প্রথম দিনে যোগ দিয়েছেন মাত্র ১২ ফুটবলার। এএফসি কাপের ম্যাচের কারণে ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংসের ফুটবলারদের ছাড়াই ক্যাম্প শুরু ক্যাম্প। ২৭ আগস্টের আগে পাওয়া যাবে না পূর্ণ শক্তির দল। নিপু, দীপক, আতিক, মিতুল পাপ্পু, মেহেদী মিঠু সাইদ সুমন রেজারাই কাবরেরার দেখানো পথে সেরেছেন প্রথম দিনের অনুশীলন।

দলের সদস্য সংখ্যা কম হওয়ায় ত্রুটি বিচ্যুতিগুলো নিয়ে কাজ করার সুযোগ পেয়েছেন কাবরেরা। ফিটনেস লেভেলে উন্নতি আনার ওপর জোর দিয়েছেন বেশি। আর্জেন্টিনার ক্লাব সো দ্য মায়োতে যোগ দেয়ায় জামালকে ক্যাম্পে পাওয়া নিয়ে তৈরি হয়েছে জটিলতা। তবে তা নিয়ে ভাবছেন না কাবরেরা।

হ্যাভিয়ের কাবরেরা বলেছেন, ‘প্রথম দিন আমরা ফিটনেসের ওপর বেশি জোর দিয়েছি। কারণ এখানে অনেকেই খেলার মধ্যে ছিল না। এশিয়ান গেমসে যারা খেলবে তাদের ওপর বাড়তি জোড় দিচ্ছি আমি। জামালকে রেখেই পরিকল্পনা করছি আমি। আশা করছি সে নির্ধারিত সময়ের মধ্যেই যোগ দেবে।’

অন্যদিকে কিংস অ্যারেনায় অনুশীলনে অন্যদের চেয়ে নিজেকে নতুন করে পরিণত করার চ্যালেঞ্জ ফরোয়ার্ড সুমন রেজার সামনে। সাফ চ্যাম্পিয়নশিপে নিয়মিত জায়গা পাননি দলে। তার শূন্যতা পূরণে কোচের আস্থার প্রতিদান দিয়েছেন রাকিব ও শেখ মোরসালিন। দলে জায়গা পেতে কঠোর পরিশ্রম করতে প্রস্তুত সুমন রেজা। কোচের দেয়া ফরমুলা অনুযায়ী নিজেদের প্রস্তুত করতে চান বিশ্বকাপ বাছাইয়ের জন্য।

সিলেট স্টেডিয়ামের বাজে অভিজ্ঞতার কারণেই কিংস অ্যারেনায় হবে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ। এতে করে স্বস্তি ফিরেছে ফুটবলারদের মনে, এমনটিই শোনা যাচ্ছে। আগামী ৪ এবং ৭ সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে বাংলাদেশ-আফগানিস্তান মাঠে নামবে।

বাংলাদেশ সময়: ১১:০৬:৪৬   ১৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ফেডারেশন কাপের একই গ্রুপে আবাহনী ও মোহামেডান
ভেনেজুয়েলার পর উরুগুয়ের বিপক্ষেও ড্র ব্রাজিলের
পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা
২১০তম ম্যাচের পর ‘প্রথম’ জয় র‌্যাংকিংয়ের ২১০তম দলের
উরুগুয়ে ম্যাচের একদিন আগেই একাদশ প্রকাশ ব্রাজিলের
ক্যারিবিয়ানে বাংলাদেশকেও তুলে ধরতে চায় রংপুর রাইডার্স
৪৩৯ রানের টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারালো উইন্ডিজ
২-১ গোলের জয়ে বছর শেষ করল বাংলাদেশ
জোড়া গোলের পর রেকর্ড গড়ে দলকে জেতালেন রোনালদো
রেকর্ডের বন্যা বইয়ে ভারতের সিরিজ জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ