আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি-জামায়াতের অরাজকতার বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। তাদের সব ষড়যন্ত্র যেকোনোভাবে মোকাবিলা করতে হবে।
রোববার (২৭ আগস্ট) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আনিসুল হক বলেন, বিএনপি-জামায়াতের হাত থেকে বাংলাদেশকে রক্ষায় আগামী নির্বাচনে শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়ী করতে হবে। মনে রাখতে হবে, বিএনপি-জামায়াতের কাছে যদি বাংলাদেশ যায় তাহলে আপনারাও থাকবেন না, আমিও থাকব না, বাংলাদেশও থাকবে না। গ্রামের সহজ সরল মানুষদেরকে আপনারা বুঝাবেন। আপনারা তাদের পাশে থাকবেন, তাহলেই তারা বর্তমান সরকারের গুরুত্ব বুঝবে।
তিনি বলেন, বঙ্গবন্ধু না থাকলে আমরা দাসত্বের মধ্যে থাকতাম। বাংলাদেশ স্বাধীন দেশে পরিণত হতো না। বঙ্গবন্ধুই পৃথিবীর ম্যাপে বাংলাদেশের পরিচিতি দিয়েছেন। তার আদর্শে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই, নৌকায় ভোট দিয়ে বর্তমান সরকারকে আবার জয়যুক্ত করতে হবে। সবাইকে একযোগে কাজ করে বাংলাদেশকে জীবিত রাখতে হবে।
আনিসুল হক আরও বলেন, ১৯৭১ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত কেউ কখনও বাঙালিকে দাবিয়ে রাখতে পারেনি। ঘাতকরা চেয়েছিল বঙ্গবন্ধুকে দাবায়ে রাখতে। কিন্তু তারা পারেনি। ‘বাঙালিকে দাবায়ে রাখতে পারবা না’ এ কথাটাই সবচেয়ে বড় শক্তি। বঙ্গবন্ধু কন্যার হাত ধরে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। আমরা আছি, আমরা কাউকে পরোয়া করি না। ঘাতকরা জানতো, বঙ্গবন্ধুর পরিবারের একজনও যদি জীবিত থাকে, তাহলে বাংলাদেশ পুনরুজ্জীবিত হবে। এর প্রমাণ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। তার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া-১ আসনের এমপি সাহাদারা মান্নান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শারফুদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের সভাপতি ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, কবি নির্মলেন্দু গুণ প্রমুখ।
বাংলাদেশ সময়: ২২:২৫:৪৫ ১২৭ বার পঠিত