শ্রীলঙ্কার বিপক্ষে লিটনের খেলা নিয়ে শঙ্কা

প্রথম পাতা » খেলাধুলা » শ্রীলঙ্কার বিপক্ষে লিটনের খেলা নিয়ে শঙ্কা
সোমবার, ২৮ আগস্ট ২০২৩



শ্রীলঙ্কার বিপক্ষে লিটনের খেলা নিয়ে শঙ্কা

এশিয়া কাপে অংশ নিতে এরই মধ্যে লঙ্কায় পা রেখেছে বাংলাদেশ ক্রিকেট দল। শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই লঙ্কায় পা রেখেছে সাকিব আল হাসানের দল। ৩০ আগস্ট আসর শুরু হলেও টাইগারার প্রথম মাঠে নামবে ৩১ আগস্ট। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচের আগে অবশ্য দুশ্চিন্তায় কপালের ভাঁজ বাড়ছে টাইগারদের।

এশিয়া কাপে দুবার রানার্সআপ হলেও শিরোপা জেতা হয়নি বাংলাদেশের। পাকিস্তান ও শ্রীলঙ্কার মাটিতে আয়োজিত এবারের আসরে শিরোপা জিতে শিরোপাখরা ঘুচাতে চায় টাইগাররা। দলের শক্তিমত্তা ও অভিজ্ঞতার কারণে টাইগারদের উজ্জ্বল সম্ভাবনাও দেখছেন অনেকেই।

তবে বাংলাদেশের এই শিরোপাস্বপ্ন থমকেও যেতে পারে। আফগানিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে একই গ্রুপে থাকায় গ্রুপ পর্বটা কঠিনই হতে যাচ্ছে। সময়টা আরও কঠিন হয়ে উঠতে পারে লিটন দাসের অনুপস্থিতিতে। অসুস্থতার কারণে যে দলের সঙ্গে লঙ্কায় যেতে পারেননি তিনি। গতকাল রোববার (২৭ আগস্ট) বাংলাদেশ দল দেশ ছেড়েছে লিটনকে ছাড়াই।

জানা গেছে, জ্বরের কারণেই লিটন দলের সঙ্গী হতে পারেননি। এমনকি সোমবারও (২৮ আগস্ট) জ্বর থেকে সেরে উঠতে না পারায় দলের সঙ্গে যোগ দিতে লঙ্কার বিমান ধরতে পারছেন না তিনি। তাই প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে লিটনের খেলা নিয়ে শঙ্কা বাড়ছে আরও। সেরে উঠে দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য লিটনের হাতে সময় আছে মাত্র ২ দিন।

বর্তমান পরিস্থিতি বিবেচনায় লিটনের ডেঙ্গু টেস্ট করা হয়েছিল। স্বস্তির খবর সেই টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। ডেঙ্গু নেগেটিভ হলেও জ্বর না সারা পর্যন্ত দেশ ছাড়া হচ্ছে না লিটনের। এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

এশিয়া কাপে বাংলাদেশ পাচ্ছে না নিয়মিত অধিনায়ক তামিম ইকবালকে। তার জায়গায় ওপেনিংয়ে লিটনের সঙ্গী হওয়ার কথা তানজিদ হাসান তামিম ও নাঈম শেখের মধ্যে যেকোনো একজনের। লিটন যদি দ্রুত সেরে উঠতে না পারেন তবে ওপেনিং নিয়ে দুশ্চিন্তা আরও বাড়বে।

বাংলাদেশ সময়: ১৩:১২:৪৩   ১১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সাফজয়ী ঋতুপর্ণা-মণিকা ও রুপনা চাকমাকে রাঙ্গামাটিতে সংবর্ধনা
সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা
অজি পেসারদের তোপে ১৫০ রানে অলআউট ভারত
ফেডারেশন কাপের একই গ্রুপে আবাহনী ও মোহামেডান
ভেনেজুয়েলার পর উরুগুয়ের বিপক্ষেও ড্র ব্রাজিলের
পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা
২১০তম ম্যাচের পর ‘প্রথম’ জয় র‌্যাংকিংয়ের ২১০তম দলের
উরুগুয়ে ম্যাচের একদিন আগেই একাদশ প্রকাশ ব্রাজিলের
ক্যারিবিয়ানে বাংলাদেশকেও তুলে ধরতে চায় রংপুর রাইডার্স
৪৩৯ রানের টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারালো উইন্ডিজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ