জনপ্রিয় তারকা বললেন ‘নকল’, অভিযোগের উত্তর দিলেন রাজ!

প্রথম পাতা » ছবি গ্যালারী » জনপ্রিয় তারকা বললেন ‘নকল’, অভিযোগের উত্তর দিলেন রাজ!
সোমবার, ২৮ আগস্ট ২০২৩



জনপ্রিয় তারকা বললেন ‘নকল’, অভিযোগের উত্তর দিলেন রাজ!

ফেসবুকে নাম প্রকাশ না করে অনেক তারকাই একে অন্যের মুখে কাঁদা ছোঁড়াছুঁড়ি করেন। এবার সে কাঁদায় মুখ লেগেছে টালিউডের খ্যাতিমান নির্মাতা রাজ চক্রবর্তীর।

সম্প্রতি রাজের বিরুদ্ধে উঠেছে নকলের অভিযোগ। অভিযোগ তুলেছেন টালিপাড়ারই এক জনপ্রিয় তারকা। আর এ অভিযোগে এবার সেই তারকা নিন্দুককে কড়া জবাব দিয়েছেন নির্মাতা।

রাজের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই নকলের এমন অভিযোগ নেটিজেনরা করে আসছেন। শুধু সিনেমা নয়, নিজের কন্টেন্ট তৈরিতেও তার বিরুদ্ধে হরহামেশাই উঠে নকলের অভিযোগ। এক নেটিজেনতো সরাসরি বলেই ফেলেছেন, দক্ষিণী সিনেমার হুবুহু কপি করেন এ নির্মাতা।

এদিকে রাজের পরিচালনায় মুক্তি পেতে চলেছে তার প্রথম ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’। সম্প্রতি সিরিজটির ট্রেলার প্রকাশ হয়েছে অন্তর্জালে। ওই ট্রেলারে দেখা যায়, গুরুজি ঋত্বিকের লুকটা সেক্রেড গেমস-এর পঙ্কজ ত্রিপাঠীর লুকের কপি। সে ট্রেলার দেখার পরই টালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় রাজের বিরুদ্ধে নকলের অভিযোগ তোলেন।

রাজের নাম সরাসরি প্রকাশ না করে রাহুল তার ফেসবুকে লেখেন, যে একদা কপি করিত আজও কপি করে, শুধু তামিল ছেড়ে স্যাক্রেড গেমস-এর পঙ্কজ ত্রিপাঠীর লুক কপি করে, এটাই যা, Trolls r welcome। আর এরপরই নির্মাতার বিরুদ্ধে নকলের অভিযোগ জোরালো হয়ে ওঠে নেটপাড়ায়।

রাহুলের ওই পোস্টে নেটিজেনরা জানায়, চিরদিনই তুমি যে আমার, যোদ্ধার মতো সিনেমার নাম যা রাজ চক্রবর্তী তামিল সিনেমা থেকে কপি করেছে।

সেসব নিন্দুককে উদ্দেশ্যে এবার মুখ খুলেছেন রাজ। হিন্দুস্তান টাইমসের বরাতে জানা যায়, নকল প্রসঙ্গে রাজ বলেন, কেউ যদি আমাকে নিয়ে কোনও ব্যঙ্গ করে, তাতে আমার কোনো প্রতিক্রিয়া হয় না। এটা যে ব্যঙ্গ করছে তার রুচি, ব্যক্তিত্ব আর মানসিকতার ব্যাপার। আমার রুচিতে বাঁধে কারোর সম্পর্কে খারাপ কথা বলার ক্ষেত্রে।

নকল প্রসঙ্গে রাজ বলেন, একটা সময় আমি রিমেক করতাম, এখনও করি। এতে দোষের কি? পয়সা দিয়ে সত্ত্ব কিনে সিনেমা বানাই। এমন তো নয়, সত্ত্ব না কিনে এনেই আমি চুরি করে সিনেমা বানাচ্ছি।

এ প্রসঙ্গে রাজ আরও বলেন, আসলে কাজের প্রশংসা থাকলে সমালোচনাও থাকবে। আমাদের দেশে তো রবীন্দ্রনাথ থেকে শচীন টেণ্ডুলোর, কাউকেই লোকজন খারাপ কথা বলতে ছাড়েন না। এতে বিচলিত হওয়ার কিছু নেই।

এসময় নাম প্রকাশ না করে অভিনেতা রাহুলকে উদ্দেশ্য করে রাজ বলেন, কাজের সমালোচনা জীবনের অংশ। কারো বলতে ইচ্ছে হয়েছে, বলেছে। আমি এর কোনো প্রতিক্রিয়া দিতে চাই না।

বাংলাদেশ সময়: ১৩:৪৩:৫৪   ১৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের উপস্থিতিতে পালিত হলো বিশ্ব “অটিজম দিবস-২০২৫”
সুনামগঞ্জে ৪০ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ
রিমান্ড শেষে আবারও কারাগারে আরসা প্রধান আতাউল্লাহসহ ৬ জন
ঢাবি উপাচার্যের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
আর্থনা শীর্ষ সম্মেলনে স্বাগত জানানো হয়েছে প্রধান উপদেষ্টাকে
সিদ্ধিরগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ গ্রেফতার একজন
সরকার ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য কাজ করছে : রিজওয়ানা হাসান
বাংলাদেশ থেকে ৭২৫ সেনাসদস্য নেবে কাতার
কাতারে স্বাগত সংবর্ধনায় বাংলাদেশি ৪ নারী ক্রীড়াবিদের যোগদান
পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ : অধ্যাপক ইউনূস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ