ফরাসি আল্পসের মরিয়েন উপত্যকায় বিশাল শিলাধসের কারণে ফ্রান্স ও ইতালির মধ্যকার ট্রেন চলাচল বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত করা হয়েছে।
শিলাধসের কারণে কিছু কিছু সড়কও বন্ধ হয়ে গেছে।
স্যাভয়ের আঞ্চলিক কর্তৃপক্ষসমূহ জানিয়েছে, রোববার ১৫১৫ জিএমটিতে ২৫ হাজার ঘনফুটের একটি পাথর ইতালির সুসা উপত্যকায় যাওয়ার আরডি ১০০০ সড়কে ধসে পড়ে।
ফ্রান্সের রেল পরিচালনা কর্তৃপক্ষ ‘এসএনসিএফ’ বলেছে, শিলাধসের কারণে চেম্বেরি-তুরিন লাইনে সমস্ত আন্ত:সীমান্ত ট্রেন এবং মরিয়েন উপত্যকায় টিইআর আঞ্চলিক ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে।
ফরাসি পরিবহণ মন্ত্রী ক্লেমেন্ট বিউন বলেছেন, ট্রেন চলাচল স্বাভাবিক হতে কয়েকদিন সময় লাগবে।
বাংলাদেশ সময়: ১৫:৪৮:৫১ ১৩৮ বার পঠিত